২. হর্ষিত রানা

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। মূলত ২০২৪’এর আইপিএলে ভালো পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন হার্ষিত। ভারতের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক করে ফেলেছেন হার্ষিত, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেরও সদস্য ছিলেন হার্ষিত। হার্ষিতের বলের ধার ও নিয়ন্ত্রণ দুই-ই ভীষণভাবে কমতে দেখা গিয়েছে। নির্বাচকরা তাঁকে ব্যাকআপ পেসার হিসাবেই ধরেছে। বিগত কয়েক মাস ধরেই হার্ষিত রানাকে যেকোনো ফরম্যাটেই রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। হার্ষিত ভারতের জার্সিতে কেবলমাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সেটিও অবশ্য শিবম দুবে মাথায় চোট পাওয়ার পরেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। যদিও, অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং করেছিলেন তিনি। প্রথম ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়েছিলেন রানা। তিনি মাত্র ১ ম্যাচ খেলেই এশিয়া কাপ দলের অংশ হয়ে গেলেন, যেটি যুক্তিসঙ্গত বা ন্যায় সঙ্গত নয়। আইপিএল ২০২৫’এর মঞ্চেও হার্ষিতের প্রদর্শন খুবই সীমিত ছিল।