ভারতীয় দলের এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ক্যাপ্টেন এবং শুভমান গিলকে (Shubman Gill) ভাইস ক্যাপ্টেন করে দল ঘোষণা করেছে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষবার ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। গত ১ বছরে ভারতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে অপরাজিত। ভারত প্রতিটি সিরিজেই নিজেদের বীরত্বের পরিচয় দেখিয়েছে, এবার পালা এশিয়া কাপ নিজেদের নামে করার। সবার চোখে ধরা দিয়েছে কিছু চমকপ্রদ অন্তর্ভুক্তি, যেগুলো একেবারেই প্রত্যাশিত ছিল না।
১. শিবম দুবে

তালিকায় শীর্ষে রাখা হয়েছে অলরাউন্ডার তারকা শিবম দুবেকে (Shivam Dube)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার বেশ কয়েক মাস ভারতীয় দলের বাইরে ছিলেন চোটের কারণে। ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখানোর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছলেন দুবে। তবে, সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে ধারাবাহিকতা দেখা যায়নি। পাশাপাশি, বল হাতেও তাকে খুব কমই দেখতে পাওয়া যায় এবং বল হাতে তিনি যে খুব বেশি কার্যকর তেমনটাও নয়। এবারের এশিয়া কাপের দলে অলরাউন্ডারদের বেশ তারতম্য লক্ষ করা যাচ্ছে, তাছাড়া মিডল অর্ডারে ব্যাটিং করার জন্যও অনেক ব্যাটসম্যানকে রেখে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে শিবম দুবেকে নির্বাচন করা নিছক বোকামি বলেই ভক্তদের মত। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ইতিমধ্যেই দলে অলরাউন্ডারের দায়িত্ব সামলাচ্ছেন। এমনকি ক্রিকেট বিশেষজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের দাবি, শ্রেয়স আইয়ার যদি দলে থাকতেন, তবে দুবের জায়গা থাকত না। ফলে তাঁর নির্বাচনে যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।