কুলদীপ যাদব
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে ভারতীয় দলে ফিরেছেন কুলদীপ যাদব। যাই হোক, তাকে চার নম্বর টি-টোয়েন্টি ম্যাচ পর্যন্ত ভারতের প্লেয়িং ইলেভেনে জায়গা করে দেওয়া না হলেও, সিরিজের শেষ খেলায় সুযোগ দেওয়া হয়। সেই খেলায় কুলদীপ যাদব ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। কিন্তু ভারতের এশিয়া কাপ স্কোয়াডে ইতিমধ্যেই দু’জন রিস্ট স্পিনার রয়েছে। তাই সেই কথাকা মাথায় রেখেই কুলদীপ যাদবকে এশিয়া কাপের দলে জায়গা করে দেওয়া হয়নি।