২. ওয়াসিংটন সুন্দর
তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ, তিনি ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) জায়গায় দলে সুযোগ পেতে পারেন। ভারতীয় দলের এই প্রতিভাবান অলরাউন্ডার বিগত তিন থেকে চার বছর ভারতীয় দলের হয়ে খেলছেন, তবে তার ক্যারিয়ার জুড়ে আছে চোট , যে কারণে অর্ধেকের বেশি ম্যাচ তাকে বাইরে বসেই কাটাতে হয়। টি টোয়েন্টি দলে ভারতীয় অলরাউন্ডার হিসাবে দলে দেখা যাবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), দীপক হুডা (Deepak Hooda) কে, এই দুই অলরাউন্ডারের ভিড়ে না দেখার সম্ভাবনা বেশি সুন্দরের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচে ভালো প্রদর্শন দেখাতে পারেননি সুন্দর, তিন ম্যাচে ২১ রান ও ২ টি উইকেট নিতেই সক্ষম হয়েছেন সুন্দর। প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন ওয়াসিংটন সুন্দর।