শিভম দুবে
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকাদের মধ্যে একজন হলেন শিভম দুবে। ভারতীয় এই অলরাউন্ডার ২০১৯সালে টি-20 ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। দুবে বাঁহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার হিসাবে পরিচিত। মুম্বাইতে জন্মগ্রহনকারী এই ক্রিকেটার ২০১৬সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন এবং ২০১৭সালে রঞ্জি ট্রফি তে অভিষেক করেন। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও তিনি রাজস্থান রয়্যালস এর হয়ে আইপিএল এ খেলে থাকেন। দুবে ভারতীয় দলের হয়ে সুযোগ পেলেও তার পারফর্মেন্স সেই ভাবে নির্বাচকদের নজর কাড়তে পারেনি তাই তিনি এখন ভারতীয় দলের নিয়মিত সদস্যের তালিকায় পড়েননা। দুবে একজন হিন্দু ক্রিকেটার হওয়া সত্ত্বেও সম্প্রতি অন্জুম খান নামক এক মুসলিম মেয়েকে বিবাহ করেছেন।