৩ জন ভারতীয় হিন্দু ক্রিকেটার যারা মুসলিম মেয়েদের বিবাহ করেছেন 1

অজিত আগারকার

৩ জন ভারতীয় হিন্দু ক্রিকেটার যারা মুসলিম মেয়েদের বিবাহ করেছেন 2

ভারতীয় একদিবসীয় ক্রিকেট ফরম্যাটে তৃতীয় সব থেকে বেশি উইকেট শিকারির তালিকায় নামটি হলো অজিত আগারকার। প্রাক্তন এই ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ভারতের হয়ে ক্রিকেটের ৩টি ফরম্যাট মিলিয়ে ২০০টি ম্যাচ খেলেছেন। আগারকার বল হাতে যেমন সফল তেমন ব্যাট হাতেও একমাত্র ভারতীয় হিসাবে সব থেকে কম বল খেলে অর্ধশতারান করেছেন। ২০১৩সালে প্রাক্তন এই ভারতীয় স্পিড ষ্টার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন যার মধ্যে তিনি ১৯৯৯ এবং ২০০৭সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহন করেছিলেন। মুম্বাইতে জন্মগ্রহনকারী এই ডানহাতি ফাস্ট বোলার মুসলিম মেয়ে ফাতিমা গাদিয়ালী কে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *