T20 World Cup 2022: প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে এবং দেশের হয়ে প্রায় সমস্ত ধরণের ম্যাচে নিজেদের সেরা পারফর্মেন্স উজাড় করে দিতে। ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা ক্রিকেটের ৩টি ফরম্যাটে সমান ভাবে সফল না হওয়ার কারণে শুধুমাত্র যেকোনো ১টি অথবা ২টি ফরম্যাটকে বেছে নিয়েছেন এবং সেই ফরম্যাটে তারা সারা ক্রিকেট বিশ্ব সুনাম অর্জন করেছেন। এই মাসেই শুরু হতে চলেছে এশিয়া কাপ এবং এই বছরের শেষে t20 বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি শুরু হতে চলা এশিয়া কাপকে ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট এই ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। এইবছর এশিয়া কাপের আসর শ্রীলংকার মাটিতে হবার কথা থাকলেও পরবর্তীতে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তা দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়েছে।
শুরু হতে চলা এশিয়া কাপের মঞ্চে ক্রিকেটারদের পারফর্মেন্সের বিচারে t20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট নির্বাচক মন্ডলী এবং এটাও জানা গেছে এই সিরিজে বেশ কিছু ক্রিকেটারকে নতুন ভাবে সুযোগ দেওয়া হয়েছে যেটা তাদের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে বলেই মনে করা যাচ্ছে। এই বছর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওপর ক্রিকেটারদের পারফর্মেন্স দেখে এশিয়া কাপের দল বেছে নেয়া হয়েছে। যেখানে অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি চোট থেকে ফিরে আশা কে এল রাহুল কে সহ অধিনায়ক হিসাবে বেছে নেয়া হয়েছে। তবে এই বছর এশিয়া কাপে ভারতীয় দলের সব থেকে দুশ্চিন্তার বিষয় এটাই হলো তাদের দলের পেস বোলিং বিভাগের অন্যতম প্রধান এবং সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহ তার চোটের কারণে পুরো এশিয়া কাপেই খেলতে পারবেননা। এখন দেখে নেয়া যাক কোন ৩জন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট নির্বাচক মন্ডলী আগামী বিশ্বকাপের জন্য দেখে নিতে চাইছে।
দীপক হুডা
ভারতীয় ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে চলতি বছরেই ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান এখনো অব্ধি ভারতীয় দলের হয়ে ৯টি আন্তর্জাতিক t20 ম্যাচ খেলে মোট ২৪৭ রান করেছেন এবং যার মধ্যে একটা শতরানের ইনিংস রয়েছে। প্রতিভাবান এই ব্যাটসম্যান একটিমাত্র শতরান বাদ দিলে সেই ভাবে অন্য কোনো ম্যাচে নিজের ব্যাটিং কারনামা করে দেখাতে পারেননি কিন্তু তার অসাধারণ স্ট্রাইক রেটের সুবাদে তিনি এশিয়া কাপে সুযোগ পেয়েছেন। ভারতীয় ক্রিকেট নির্বাচক মন্ডলী তাই দেখে নিতে চাইছেন আসন্ন এশিয়া কাপে তিনি কেমন পারফর্মেন্স করছেন এবং তার এই পারফর্মেন্সের ওপর বিচার করে নির্ধারিত করা হবে তিনি আগামী বিশ্বকাপে দলে জায়গা পাবেন কি না।