ভুবনেশ্বর কুমার
বর্তমান ক্রিকেট বিশ্বে সুইং পেস বোলারদের মধ্যে অন্যতম হলেন ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপের মঞ্চে জাসপ্রিত বুমরাহের চোট পেয়ে চিরকে যাবার কারণে পেস বোলিং বিভাগের দায়িত্ব ছিল তার কাঁধেই। কিন্তু একমাত্র সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচেই তাকে জ্বলে উঠতে দেখা গেছে এবং বাকি ম্যাচ গুলিতে তার পারফর্মেন্স একেবারেই খারাপ সে কথা বলাই চলে। তাই এশিয়া কাপের পারফর্মেন্সের ভিত্তিতে বিশ্বকাপের মঞ্চে তার সুযোগ পাওয়া কোনোমতেই উচিত ছিল না এবং তার পরিবর্তে শামিকে প্রথম একাদশে দেখতে চেয়েছিলো ক্রিকেট ফ্যানরা। কিন্তু শামিকে পরিবর্ত ক্রিকেটার হিসাবে রেখে ডানহাতি পেস বোলার ভুবনেশ্বর কুমারকে খেলাতে চলেছে ভারতীয় টীম ম্যানেজমেন্ট এমনটাই খবর সূত্রে জানা গেছে।
Read More: Team India: টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা ভারতের, কাপ জিততে দলে সুযোগ পেলেন এই মারকাটারি খেলোয়াড় !!