T20 World Cup 2022: ৩ জন ভারতীয় ক্রিকেটার যাদের T20 বিশ্বকাপে সুযোগ পাওয়া উচিত ছিল না !! 1

ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট ফরম্যাট হলো T20 ফরম্যাট এবং এই ফরম্যাটের চাহিদা ক্রমশ এতটাই বেড়ে চলেছে যার ফলে বিশ্ব ক্রিকেটে অনেকগুলি ক্রিকেট লীগ ইতিমধ্যেই খেলা হচ্ছে। এছাড়াও এটাও মনে করা যাচ্ছে এই ক্রিকেটের এই ফরম্যাটের মধ্যে দিয়ে বর্তমান বিশ্ব ক্রিকেটে তরুণ উঠতি ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটে উঠে আসছে। এই ফরম্যাটের চাহিদা বেড়ে চলার কারণে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি প্রায় প্রতিবছর ছোট ফরম্যাটের বিশ্বকাপের আয়োজন করে থাকে এবং এই বিশ্বকাপ ২০০৭ সাল থেকে হয়ে চলেছে এবং ভারতীয় দল প্রথমবার এই বিশ্বকাপ জিতেছিল বলেই আমরা জানি।3 Indian players will not get a chance in the T20 World Cup team due to poor performance in the Asia Cup

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে T20 বিশ্বকাপের আসর। হাতে খুব বেশি দিন আর সময় নেই। তার আগেই আবার এই বছর এশিয়া কাপে হেরে বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। অনেকের পারফরমেন্সই নিরাশ হয়েছেন নির্বাচকরা। সব দিক খতিয়ে দেখেই আজ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কয়াড ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বেই এই বছরের ছোট ফরম্যাটের বিশ্বকাপে খেলতে নামবে টীম ইন্ডিয়া। এই বছর বিশ্বকাপের আগে বেশ কিছু চোট পাওয়া ক্রিকেটার দলে ফিরতে চলেছেন বলে মনে করা হচ্ছে এবং এর পাশাপাশি ভারতীয় টীম ম্যানেজমেন্ট এশিয়া কাপের সমস্ত ভুল ত্রুটি গুলো কাজে বার করে শীঘ্রই তা শোধরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল নিজেদের পূর্ণ শক্তি কাজে লাগিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বজয়ের বিজয় মুকুট নিজেদের মাথায় তুলতে পারে। আমরা এখানে এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যাদের খারাপ পারফর্মেন্সের পরেও বিশ্বকাপের মঞ্চে তারা আবার খেলার সুযোগ পেয়েছে এবং যেটা আশানরুপ নয় বলেই মনে করা যাচ্ছে।

রবিচন্দ্রন অশ্বিন

T20 World Cup 2022: ৩ জন ভারতীয় ক্রিকেটার যাদের T20 বিশ্বকাপে সুযোগ পাওয়া উচিত ছিল না !! 2

বর্তমান ক্রিকেট বিশ্বের সফল অফ স্পিনারদের মধ্যে অন্যতম হলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে তিনি নিয়মিত সদস্য হলেও ক্রিকেটের ছোট ফরম্যাটে তাকে দীর্ঘ্যদিন ধরে কোনো সিরিজ খেলতে দেখা যায়নি। ডানহাতি এই অফ স্পিনার এর পরেও এশিয়া কাপের মঞ্চে দলের হয়ে সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি সুযোগকেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বলে আমরা জানি। তাই এটাই মনে করা গেছিলো আসন্ন বিশ্বকাপের মঞ্চে তার পরিবর্তে অন্য কোনো স্পিনার দলে আসতে চলেছেন কিন্তু ভারতীয় নির্বাচকমণ্ডলী তার ওপর পুনরায় আস্থা রেখে তাকে বিশ্বকাপের দলে রেখেছেন যা একেবারেই তার প্রাপ্য ছিলোনা বলেই মনে করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *