ভারত সফরে এবার আসতে চলেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এশিয়া কাপের ঠিক পরেই এই দুই দেশের সঙ্গে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এই দুই দেশের বিরুদ্ধে ভারতের হোম সিরিজের সূচি। এশিয়া কাপের ভারতীয় দলের খারাপ পারফর্মেন্সের পরে এই দুটি সিরিজকেই যে পাখির চোখ হিসাবে মনে করা হচ্ছে সে কথা বলাই চলে কারণ এই বছরের শেষেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে T20 বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপের মঞ্চে দলের প্রতিটা ক্রিকেটারকে শেষবারের মতো ভালো ভাবে দেখে নিতে চাইছে ভারতীয় টীম ম্যানেজমেন্ট। তাই এই দুই দেশের বিরুদ্ধে সীমিত ওভারের এই সিরিজ ভারতীয় দলের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কথা বোলার অবকাশ রাখে না।
এশিয়া কাপের মঞ্চে এই বছর ভারতীয় পারফর্মেন্স সমস্ত বিভাগেই খারাপ হয়েছে সে কথা আমরা জানি। যেমন দলের ওপেনিং ব্যাটিং বিভাগ সেই ভাবে পারফর্মেন্স করে দেখাতে পারেনি ঠিক তেমনি বোলিং বিভাগের খারাপ পারফর্মেন্স সবার নজরে এসেছে। ভারতীয় টীম ম্যানেজমেন্ট এই বছর এশিয়া কাপে মঞ্চে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ না দিয়ে তরুণ ব্রিগেডকে নিয়ে দল সাজিয়েছিল কিন্তু তাদের আন্তর্জাতিক মঞ্চে বড়ো ম্যাচে অভিজ্ঞতা না থাকার কারণে ভারতীয় দলকে এশিয়া কাপের মঞ্চ থেকে ছিটকে যেতে হয়েছে বলাই মনে করা যাচ্ছে। যেহেতু আর কয়েকমাস পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ তাই বিবকাপের কথা মাথায় রেখেই ভারতীয় দল ১৫ জন সদস্যের দল ঘোষণা করে ফেলেছে। কিন্তু আমরা এখানে এমন ৩জন ভারতীয় ভারতীয় ক্রিকেটকে নিয়ে আলোচনা করবো যারা ক্রমাগত ভালো পারফর্মেন্স করার পরেও আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাননি।
শার্দুল ঠাকুর
বর্তমানে ভারতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাট এবং একদিবসীয় ফরম্যাটে নিয়মিত সুযোগ পেলেও ক্রিকেট এর সব থেকে ছোট ফরম্যাটে তাকে দলের সাথে রাখা হচ্ছে না বলেই দেখা যাচ্ছে। ডানহাতি এই পেস বোলার দলের প্রয়োজনে যেমন বল হাথে উইকেট নিতে সক্ষম ঠিক তেমনি ব্যাট হাথে নিচের সারির একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সে কথা তিনি প্রমান করেছেন। এশিয়া কাপের ভারতীয় দলের হারার পরে এটাই মনে করা হয়েছিল শার্দুল ঠাকুর দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেতে চলেছে কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যানদের নিরাশ করে ভারতীয় টীম ম্যাজেমেন্ট তাকে বিশ্বকাপের জন্য দলে রাখেনি।
Also Read: T20 World Cup 2022: টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, তাকেই বারবার উপেক্ষা করছে বিসিসিআই !!