আক্সার প্যাটেল
এই তালিকায় সর্বশেষ ক্রিকেটার হলেন আরো একজন স্পিনার আক্সার প্যাটেল। বাঁহাতি এই স্পিনার তার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্টই দক্ষ এবং ভারতীয় দলে তিনি একজন অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়ে থাকেন। আক্সার প্যাটেল ভারতীয় দলের হয়ে বেশ কিছু t20 সিরিজে সুযোগ পেলেও নিজেকে সেই ভাবে নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। বাঁহাতি এই অলরাউন্ডার এই বছর এশিয়া কাপে সুযোগ পাবার পরেও যদি আবারও নিজেকে প্রমান করতে ব্যর্থ হন তবে মনে করা যাচ্ছে তিনি ছোট এই ফরম্যাটে অবসর নিয়ে টেস্ট এবং একদিবসীয় ফরম্যাটে মনোনিবেশ করতে পারেন বলে মনে করা যাচ্ছে।