ঈশান কিষান
তরুণ ভারতীয় প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন ঈশান কিষান (Ishan Kishan)। বাঁহাতি এই ব্যাটসম্যানের উত্থান আইপিএল এর মঞ্চ থেকে এবং দলের হয়ে নিজের ক্রিকেট কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক মঞ্চেই তিনি অর্ধ শতরান করে এক অনন্য নজির গড়েছেন। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান দলের হয়ে ওপেনিং এবং মিডল অর্ডার দুটি জায়গাতেই ব্যাট হাতে সমান দক্ষ কিন্তু বর্তমানে তিনি সেই ভাবে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেননা সে কথা বলা যেতেই পারে। এই বছর আইপিএল এ তিনি সর্বাধিক মূল্যে বিক্রিত হলেও নিজের প্রতিভার প্রমান করতে ব্যর্থ হয়েছেন। তাই এটা মনে করা যেতেই পারে আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজে ঈশান কিষান (ঈশান Kishan) কে প্লেয়িং একাদশে নাও দেখা যেতে পারে।