শার্দুল ঠাকুর
বিশ্ব ক্রিকেটে লর্ড শার্দুল নামে অধিক জনপ্রয়িতা অর্জন করেন শার্দুল ঠাকুর। কারণ ঐতিহাসিক লর্ডসের মাটিতে তার অনবদ্য পারফর্মেন্স এখনো তরতাজা। ডানহাতি এই সফল অলরাউন্ডার যেমন মিডলে ওভারে কম রান খরচ করে উইকেট নিতে সক্ষম,ঠিক তেমনি নিচের দিকে ঝোড়ো ব্যাটিং করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রান বানাতে পটু। শার্দুল ঠাকুর এখনো অব্ধি দলের হয়ে ২৫টি ম্যাচ খেলে ৩৩টি উইকেট শিকার করেছেন এবং একটি ইনংসে ৪টি উইকেট শিকার করেছেন। তাই এটাই মনে করা যাচ্ছে যেহেতু জাসপ্রিত বুমরাহ চোট পেয়ে ছিটকে গেছে তাই তার বদলে শার্দুল ঠাকুর দলে এলে ভারতীয় পেস বোলিং বিভাগ আরো শক্ত হতো এবং নির্বাচক মন্ডলী তাকে সুযোগ না দিয়ে বেশ বড়ো ভুল কাজ করেছেন।