সঞ্জু স্যামসন
এই তালিকায় দ্বিতীয় ক্রিকেটারের নাম হলো তরুণ সঞ্জু স্যামসন এর। ডানহাতি এই বিধংসী ব্যাটসম্যান ২০১৫সালে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করলেও তিনি যে পর্যাপ্ত সুযোগ পাননি সে কথা বলাই চলে। এছাড়াও সফল ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান এম এস ধোনি পরবর্তী যুগে অনেক ক্রিকেটার দস্তানা হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছে কিন্তু তাদের মধ্যে থেকে কেউ ছোট ফরম্যাটে সঞ্জুর মতো সফল হতে পারেননি। সঞ্জু স্যামসন এখনো অব্ধি মাত্র ১৬টি t20 আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এছাড়াও বর্তমানে তিনি যা ফর্মে রয়েছে তাতে এটা নিশ্চিত ভাবে বলা চলে বিশ্বকাপের মঞ্চে প্রতিভাবান এই উইকেটকিপারকে সুযোগ না দিয়ে বেশ বড়ো ভুল কাজ করেছে বিসিসিআই।