Asia Cup 2023: একজন তরুণ ক্রিকেটার সর্বদা প্রচেষ্টা করেন ঘরোয়া ক্রিকেটে অথবা প্রথম শ্রেণীর ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়ে নিজের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করতে। ঘরোয়া ক্রিকেটে অথবা প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্মেন্স করতে গেলে একজন উঠতি ক্রিকেটারকে কঠোর অনুশীলন এবং যথাযত নিয়মশৃঙ্খলা মেনে চলতে হয় সে কথা বলার অবকাশ রাখে না।
কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেতে গেলে একজন তরুণ ক্রিকেটারকে যেমন পারফর্মেন্স করে দেখাতে হয় ঠিক তেমনি তার ফিটনেসের পরীক্ষাও দিতে হয় যাতে করে তিনি আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ খেলার ধকল সহ্য করতে পারেন। ক্রিকেট ইতিহাসে এমন বহু ক্রিকেটার আছেন যারা প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্মেন্স করে দেখানোর পরেও আন্তর্জাতিক মঞ্চে বেশিদিন টিকতে পারেননি তাদের ফিটনেসের জন্য। আবার এমন ক্রিকেটারদেরকেও দেখা গেছে যারা খুব অল্প বয়সে সামান্য কয়েকটি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার পরেই আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেয়েছেন এবং দীর্ঘ্যদিন নিজেদের দেশের হয়ে ক্রিকেট পরিষেবা চালিয়ে গিয়েছেন।
একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিজেকে সর্বদা ফিট রাখতে প্রচুর অনুশীলন করে থাকেন যাতে করে তিনি দীর্ঘ্যদিন দেশের হয়ে ক্রিকেট পরিষেবা চালিয়ে যেতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি বহু ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ খেলার ধকল সহ্য করতে না পেরেই খুব অল্প সময়ের মধ্যে নিজের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। একজন ক্রিকেটারের কাছে নিজের ক্রিকেট কেরিয়ার থেকে অবসর গ্রহণ করা খুব কষ্টের সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে।
আর মাত্র কয়েক মাসের প্রতীক্ষা তারপরেই শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপ প্রতিযোগিতা। এশিয়া কাপ নিয়ে এখন থেকেই ক্রিকেট প্রেমীদের মনে উন্মাদনার সৃষ্টি হয়েছে এবং এটা বলা যেতেই পারে এশিয়া কাপের মঞ্চ থেকেই এশিয়া মহাদেশের দলগুলি এই বছরে অনুষ্ঠিত একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের জন্য চূড়ান্ত একাদশ বেছে নিতে চলেছে। এই প্রতিবেদনে আমরা এমন ৩জন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা এশিয়া কাপের মঞ্চে পারফর্ম করার পরেই একদিবসীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ পারে বলে মনে করা যাচ্ছে।
শিখর ধাওয়ান:
তালিকায় সর্বপ্রথম নামটি হলো শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। বাঁহাতি এই বিধংসী ওপেনার ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও একাধিক সফল ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। নির্ভরযোগ্য এই ওপেনার ব্যাটসম্যান একদিবসীয় ফরম্যাটে এখনো অব্ধি ১৬৭টি ম্যাচ খেলে ১৭টি শতরানের সহিত ৬৭৯৩ রান করেছেন কিন্তু নিজের খারাপ পারফর্মেন্সের কারণে তিনি দল থেকে বাদ পড়েন। তার জায়গাতে বর্তমানে ভারতীয় দলে শুভমান গিল এবং ঈশান কিষান এর মতো তরুণ ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো পারফর্ম করে চলেছেন। তাই আসন্ন্য এশিয়া কাপের পর তারকা এই ক্রিকেটার একদিবসীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ করতে পারে এমনটাই মনে করা যাচ্ছে।
ভুবনেশ্বর কুমার:
তালিকায় দ্বিতীয় নামটি হলো ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। ডানহাতি এই ফাস্ট বোলার নিজের ক্রিকেট কেরিয়ারের একদিবসীয় ফরম্যাটে অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট শিকার করে ক্রিকেটের ইতিহাস বইতে জায়গা করে নিয়েছিলেন। ৩৩বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার একসময় ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এবং প্রধান বোলার ছিলেন। নতুন বলে সুইং করাতে ওস্তাদ তার চোটের কারণে প্রায় একবছর হলো ভারতীয় দলের বাইরে এবং তিনি সমস্ত ফরম্যাট থেকেই বাদ পড়েছেন। তাই মনে করা যাচ্ছে তিনি হয়তো শীঘ্রই একদিবসীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন।
রবিচন্দ্রন আশ্বিন:
তালিকায় সর্বশেষ নামটি হলো রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin)। ডানহাতি এই অফ স্পিনার ভারতের হয়ে টেস্ট ফরম্যাটে একজন নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে পরিচিত যিনি তার অসাধারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও একজন সফল ক্রিকেটার। কিন্তু ৩৬বছর বয়সী এই তারকা ক্রিকেটার একদিবসীয় ফরম্যাটে সেই ভাবে নিজের পারফর্মেন্স মেলে ধরতে ব্যর্থ হয়ে চলেছেন এবং তার পরিবর্তে তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার আক্সার প্যাটেল ক্রমাগত ভালো পারফর্মেন্স করে দলে পাকাপাকি জায়গা করে নিয়েছেন বলেই মনে করা যাচ্ছে। তাই এই বছর এশিয়া কাপের পরে আশ্বিন হয়তো একদিবসীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে বাকি ফরম্যাট গুলিতে মনোনিবেশ করতে পারেন।