প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন থাকে আন্তর্জাতিক মঞ্চের যেকোনো বড়ো ম্যাচে নিজেদের সেরা পারফর্মেন্স করে দেখাতে এবং সেটা যদি বিশ্বকাপের মঞ্চে কোনো ক্রিকেটার নিজেদের সেরা পারফর্মেন্স করে দেখাতে পারেন তবে তাকে বিশ্ব ক্রিকেটের মহান ক্রিকেটারদের সাথে তুলনা করা হয়ে থাকে। ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখে থাকি যারা ক্রমাগত ভালো পারফর্মেন্স করে দেখানোর সুবাদে অনায়াসে নিজেদের দেশের হয়ে বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে সুযোগ পেয়ে থাকেন। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনাও বিরল নয় যেখানে দেখা গেছে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়া সত্ত্বেও খারাপ পারফর্মেন্সের কারণে পুরো বিশ্বকাপ বেঞ্চে বসেই কাটিয়ে দিয়েছেন।
এই বছরের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ভারতের মাটিতে এবংএটাও বলা যেতে পারে এই বছরের বিশ্বকাপের আসর প্রায় মাঝপথে এসে উপস্থিত হয়েছে। এই বছরের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে তার প্রমান আমরা প্রতিনিয়ত পেয়ে চলেছি যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এই বছরের পয়েন্টস টেবিলের একবারে শেষে এসে পৌঁছেছে। ভারতীয় দল এই বছর বিশ্বকাপের মঞ্চে এখনো অবধি ৫টি খেলে ৫টি তে জিতে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের পাশাপাশি অনেক বিশিষ্ট ক্রিকেট বিশারদরা ভারতীয় দলকে পুনরায় বিশ্বকাপ বিজয়ী হিসাবে মনে করতে শুরু করেছেন। আমরা এখানে এখানে এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা প্রাক বিশ্বকাপের মুহূর্তে অসাধারন পারফর্মেন্স দেখিয়ে দলে জায়গা করে নিলেও বিশ্বকাপের মঞ্চে সেই ভাবে নিজেদের সেরাটা করে দেখাতে বের্থ হয়েছেন।
মোহাম্মদ সিরাজ:
তালিকায় সর্বপ্রথম নামটি হলো মোহাম্মদ সিরাজের (Mohammad Siraj)। তরুণ ডানহাতি এই ফাস্ট বোলারের উত্থান আইপিএল এর মঞ্চ থেকে এবং বর্তমানে তিনি ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার যিনি ভারতীয় দলকে বহু ম্যাচ এক জিততে সাহায্য করেছেন। বিশেষত টেস্ট ফরম্যাটে তিনি দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ভারতীয় দলকে উল্লেখযোগ্য সিরিজ জিতিয়েছেন। সংক্ষিত ফরম্যাটেও তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেটা ফাস্ট বোলার যিনি তার অসাধারণ গতি এবং বাউন্সার দিয়ে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন। কিন্তু প্রতিভাবান এই ফাস্ট বোলার এই বছরের বিশ্বকাপের মঞ্চে একাধিক উইকেট শিকার করলেও সেই ভাবে নিজের সঠিক প্রতিভা প্রমান করতে ব্যর্থ হয়েছেন। তবে ক্রিকেট প্রেমীরা মনে করছেন তিনি হয়তো খুব শীঘ্রই নিজের চেনা ছন্দে ফিরবেন এবং ভারতীয় দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবেন।
শুভমান গিল:
তালিকায় দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন শুভমান গিল (Shubman Gill)। তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএল এবং এশিয়া কাপের মতো বড়ো মঞ্চে নিজের অসাধারণ প্রতিভা দেখিয়ে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। এছাড়াও শুভমান গিল হলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি খুব অল্প সংখক ইনিংস খেলে ২০০০ রান সম্পূর্ণ করেছেন। ভারতীয় দল যখন নিজেদের ওপেনিং জুটি নিয়ে সমস্যায় সেই সময় শুভমান গিল নিজের অসাধারণ প্রতিভার জোরে ভারতীয় দলে পাকাপাকি জায়গা করে নেন এবং এটা বলাই বাহুল্য তিনি ভারতীয় দলে যোগদান করার পর থেকে ভারতীয় দলে ওপেনিং সমস্যা অনেকটাই দূর হয়েছে বলে মনে করা যাচ্ছে। কিন্তু তরুণ এই ব্যাটসম্যান বিশ্বকাপের মঞ্চে একজন যোগ্য ব্যাটসম্যান হিসাবে শুরুটা ভালো করলেও সেই ভাবে বড়ো রান করতে পারছেননা।
শার্দুল ঠাকুর:
এই তালিকায় সর্বশেষ নামটি হলো শার্দুল ঠাকুরের (Shardul Thakur)। ডানহাতি এই অলরাউন্ডার ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচ জেতানো ইনিংসের সাক্ষী থেকেছেন। এছাড়াও ক্রিকেটের মক্কা ঐতিহাসিক লর্ডসের মাটিতে তার ম্যাচ জেতানো ঐতিহাসিক ইনিংস এর জন্য তিনি ক্রিকেট বিশ্বে লর্ড শার্দুল নামে জনপ্রয় হয়ে উঠেছেন। বিশ্বকাপের মঞ্চে তিনি দলের হয়ে প্রথমে সুযোগ না পেলেও পরবর্তীতে সুযোগ পাবার পরে তিনি সেই ভাবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এমনকি তার বোলিং পরিসংখ্যান একদম সাদামাটা লেগেছে। তাই মনে করা যাচ্ছে যদি তিনি নিজের সেরা পারফর্মেন্স করে দেখাতে না পড়েন তবে তিনি পুনরায় দলের বাইরে বসতে পারেন এমনটাও মনে করা যাচ্ছে।