সূর্যকুমার যাদবের মতন ৩ ভারতীয় প্লেয়ার আছেন যাদের সুযোগ দিচ্ছেনা ভারতীয় বোর্ড !! 1

রাহুল ত্রিপাঠি

সূর্যকুমার যাদবের মতন ৩ ভারতীয় প্লেয়ার আছেন যাদের সুযোগ দিচ্ছেনা ভারতীয় বোর্ড !! 2

ভারতীয় দলের জন্য ডাক পেলেও দলের হয়ে এখন ও অভিষেক দেখতে পাওয়া যায়নি রাহুল ত্রিপাঠির, ৭৬ টি আইপিএল ম্যাচে তিনি করেছেন ১৭৯৮ রান, তার বিগত দুই সিজিনের পারফরমেন্স এর থেকেও ভালো, ভারতীয় দলের হয়ে জিম্বাবুয়ে ও দক্ষিণআফ্রিকা সিরিজে সুযোগ পেয়েছিলেন রাহুল ত্রিপাঠি, কিন্তু কোনো সিরিজেই তাকে অভিষেক করতে দেখা যায়নি। তিনি চলতি বিজয় হাজারে ট্রফিতে ৫ ইনিংসে ৩ টি শতরান সহ ৪৫১ রান করেছেন। তিনি ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশ পারি দেবেন, দলের হয়ে সুযোগ পেলে অন্যতম বড় খেলোয়াড় রূপে নিজেকে তুলে ধরবেন রাহুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *