রজত পাতিদার
গতবছর আইপিএলে রজত পাতিদের ( Rajat Patidar) পারফরমেন্স ছিল চমৎকার। গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ১২ ম্যাচে ৪০৪ রান করেছেন তিনি, তারপর থেকে একেরপর এক ভালো ইনিংস খেলে আসছেন এই ডানহাতি ব্যাটসম্যান, এমনকি গতবছর আইপিএলে প্লে অফসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটসম্যান।তিনি ৬ ইনিংসে ২৭২ রান করেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। আগামী দিনে সুযোগ পেলে তিনিও ভারতীয় দলের বড় মাপের ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন।