টি নটরাজন
এই তালিকায় আরো একজন ভারতীয় পেস বোলার হলো টি নটরাজন। নটরাজন ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করে ফেলেছেন এবং তার পারফর্মেন্স সবার নজর কেড়েছে। অভিজ্ঞ এই বাঁহাতি ফাস্ট বোলার ক্রিকেটের ৩টি ফরম্যাটেই সমানভাবে সফল কিন্তু চোট পেয়ে তিনি দল থেকে ছিটকে যাবার পর ভারতীয় দলে সেইভাবে জায়গা করে উঠতে পারেননি। তাই বর্তমানে তার পারফর্মেন্সের বিচারে আসন্ন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় টীম ম্যানেজমেন্ট তাকে দলে সুযোগ দিলে অবাক হবার মতো কিছু থাকবে না সে কথা বলাই চলে।