3 famous test victory under sourav ganguly captaincy

ভারতীয় ক্রিকেটে বেশ অনেকটাই অবদান রয়েছে বঙ্গসন্তান সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly)। ভারতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান কে কঠিন সময়ে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং একজন সফল অধিনায়ক হিসেবে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় দলের হয়ে শুধু ব্যাটসম্যান বা ক্যাপ্টেনের ভূমিকায় নয় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে ভারতীয় দলকে ২০০০ সাল থেকে একেবারে অন্ধকার থেকে আলোয় এনেছিলেন তিনি। স্পট ফিক্সিংয়ে চক্করে ভারতীয় দলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভাব ঘটে সৌরভ গাঙ্গুলীর। দলের ক্যাপ্টেন হওয়ার পরে ভারতীয় টেস্ট ক্রিকেটের বেশ উন্নতি হয়েছিল। আজকে আমরা এই প্রতিবেদনে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের তিনটি স্মরণীয় টেস্ট জয় নিয়ে আলোচনা করতে চলেছি।

Read More: “তুমিই আমাদের অধিনায়ক ..” জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং MS ধোনি !!

১. ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০০১ কলকাতা টেস্ট

IND VS AUS, SOURAV GANGULY
VVS Laxman and Rahul Dravid | Image: Getty Images

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ২০০১ সালের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভারতীয় দল এক অনন্য মাত্রায় পারফরম্যান্স দেখিয়েছিল এই ম্যাচে। সিরিজের প্রথম ম্যাচটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল যেখানে টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া দল। এরপরে অস্ট্রেলিয়া দল খুবই আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের আত্মবিশ্বাসের উপর জল ঢেলে দেয় সৌরভ গাঙ্গুলীর দল। এই বিখ্যাত টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, এই টেস্ট ম্যাচটি দুটি কারণে স্মরণীয়। প্রথম কারণটি হল ভিভিএস লক্ষণ (VVS Laxman) এবং দ্রাবিড়ের (Rahul Dravid) জুটি এবং দ্বিতীয়টি হল হরভজন সিং (Harbhajan Singh) এর হ্যাটট্রিক। আসলে ওই খেলায় প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দলের হয়ে অধিনায়ক স্টিভ ওয়া (Steve Waugh) ১১০ রান ও ম্যাথু হেডেন ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন যার দৌলতে অস্ট্রেলিয়া দল ৪৪৫ রান বানাতে সক্ষম হয়েছিল।

কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল যখন ব্যাটিং করতে আসে তখন মাত্র ১৭১ রানে অলআউট হয়ে যায় দল ও অস্ট্রেলিয়া দল তখনই ভেবে নেয় ভারতে তারা দীর্ঘ সময় পড়ে প্রথম টেস্ট সিরিজ জিতে গিয়েছে। কিন্তু ভারতকে ফলোয়ন দেওয়াটাই হয়েছিল অস্ট্রেলিয়ার মহা ভুল, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে ২৮১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ভিভিএস লক্ষণ।  তার সাথী রাহুল দ্রাবিড় ১৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন, দুজনের মধ্যে গড়ে উঠেছিল ৩৭৬ রানের পার্টনারশিপ। ভারতের এই ব্যাটিং অর্ডার কে ভাঙতে বিপরীত দলের ক্যাপ্টেন ৯ জন বোলারকে ব্যবহার করেছিলেন, তবে শেষ দিনে অস্ট্রেলিয়া দলকে জিততে গেলে করতে হতো ৩৮৩ রান। কিন্তু এখানেই দায়িত্ব নেন হরভজন সিং ও শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) তিনটি উইকেট নেন শচীন । এবং হ্যাটট্রিক সহ ছটি উইকেট নেন হরভজন সিং এবং ১৭১ রানে অস্ট্রেলিয়া কে পরাজিত করে টিম ইন্ডিয়া।

২. ইংল্যান্ড বনাম ভারত, ২০০২ লিডস টেস্ট

IND VS ENG, SOURAV GANGULY
IND vs ENG | Image: Getty Images

তালিকার দ্বিতীয় নাম্বারে আছে ২০০২ সালে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার টেস্ট সিরিজ। সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে ভারতীয় দল পৌঁছেছিল লিডসে, সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৭০ রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় ম্যাচটি ড্র আকারে শেষ হয়। তবে তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া কে করতে হয়েছে কামাল। ম্যাচ জিততে ভারতীয় ব্যাটিং অর্ডার কে নিতে হয়েছিল দায়িত্ব। ওই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে সঞ্জয় বাঙ্গর ৬৮ রানের ইনিংস খেলেন তবে দলের হয়ে তিনজন শতরান হাকান। প্রথমত রাহুল দ্রাবিড় ১৪৮, সচিন তেন্ডুলকর ১৯৩ ও সৌরভ গাঙ্গুলী ১২৮ রান বানান। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৬২৮ রান করতে সক্ষম হয়েছিল।

জবাবে অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের স্পিনের দাপট ইংল্যান্ডকে ২৭৩ রানেই আটকে দেয়। এরপর ফলো অনে ব্যাটিং করতে এসে বিপরীত দলের অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে শতরান আসলেও, আবার একবার অনিল কুম্বলের ফিরকির মোকাবিলা করতে ব্যর্থ হয় ইংলিশ ব্যাটসম্যানরা। ৩০৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড দল ভারতীয় দল ইনিংস ও ৪৬ রানে টেস্ট ম্যাচ জয় করে।

৩. ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০০১ চেন্নাই টেস্ট

IND vs AUS, SOURAV GANGULY
IND vs AUS | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০০১ সালেই ঘটা সেই মহামূল্যবান টেস্ট যেটি ভারতীয় ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের আঙিনায় এনে দেয়। তৎকালীন চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে টিম ইন্ডিয়া ও সারা ক্রিকেট বিশ্বকে একটি বার্তা দিয়ে দেয় যে টিম ইন্ডিয়া নতুন করে প্রস্তুত। তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছিল বিখ্যাত চেন্নাইয়ের মাঠে এবং এই ম্যাচে আবার একবার প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া দল। ভারতের বিরুদ্ধে ম্যাথিউ হেডেন বরাবরই ভালো পারফরম্যান্স করে থাকতেন। তিনি ২০৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তৃতীয় টেস্টে এবং সঙ্গী হিসেবে মার্ক ওয়াকে পান। যিনি ওই ম্যাচে ৭০ রান বানান, ৩৯১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং। তবে অন্যদিকে চেন্নাইয়ের উইকেটে টেন্ডুলকর রান পাবে না এমনটা হতেই পারে না।

অজি’দের বিরুদ্ধে জুড়ে দিলেন শতরান , টিম ইন্ডিয়ার হয়ে ১২৬ বানান সচিন, ৮৪ রান বানান শিব সুন্দর দাস, সাদাগোপাল রামেশ বানান ৬১ রান , লক্ষণ বানান ৬৫ ও দ্রাবিড়ের ব্যাট থেকে ৮১ রানের ইনিংস এসেছিল , যার ফলে টিম ইন্ডিয়া ৫০১ রান করতে সক্ষম হয়েছিল । এবার আবার সেই হরভজন অস্ট্রেলিয়ানদের দুঃস্বপ্ন হয়ে ওঠেন । ৮৪ রান দিয়ে ৮টি উইকেট নেন হরভজন আর দ্বিতীয় ইনিংসে ওয়া ব্রাদারের চেষ্টায় ২৬৪ বানাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। তবে, ১৫৫ রানের লক্ষ্যমাত্রা পায় ইন্ডিয়া তবে তাড়া করতে এসে আবার সমস্যার সম্মুখীন হয় টিম ইন্ডিয়া।  শেষমেষ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান বানায় ভারতীয় দল এবং জিতে নেয় তৃতীয় টেস্ট ও সিরিজটিও। এই সিরিজ ভারতীয় ক্রিকেটকে একেবারেই বদলে দেয়।

Read Also: Top 3: ৩ ঘটনা যখন মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন কুল, মাঠেই করেছিলেন হাঙ্গামা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *