Top 3: ৩ ক্রিকেটার যারা ওডিআই খেলায় যোগ্য নয়, তবুও সুযোগ পেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে !! 1

কে এস ভারত

Top 3: ৩ ক্রিকেটার যারা ওডিআই খেলায় যোগ্য নয়, তবুও সুযোগ পেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে !! 2

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কে এস ভারত (KS Bharat), গত ১ বছর ধরে ভারতীয় টেস্ট দলে দলের সঙ্গে থাকছেন ভারত, তবে খেলার সুযোগ আসেনি তার কাছে, ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান দলে লোকেশ রাহুল ও ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতির জন্য দলে সুযোগ পেয়েছেন, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার মতন পারফরমেন্স তিনি ঘরোয়া ক্রিকেটে দেখান নি, তিনি লিস্ট এ প্রতিযোগিতায় ৬৪ টি ম্যাচ খেলেছে যেখানে তিনি ৩৩.৬ গড়ে বানিয়েছেন ১৯৫০ রান, আইপিএলে আরসিবির হয়ে একটি ম্যাচ উইনিং নক খেলে খবরের শিরোনামে এসেছিলেন, তবে গত বছর দিল্লি দলে সুযোগ পেয়ে আহামরি কিছু করতে ব্যর্থ হন, জাতীয় দলে তাকে বহন করা একটা চরম ভুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *