আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। WTC এর পর ভারতীয় দলের এটাই প্রথম টেস্ট সিরিজ, তাই ভারতীয় দল চাইবে জয় দিয়ে যাত্রা শুরু করতে। অপরদিকে ইংল্যান্ড দল চাইবে তাদের হারের বদলা নিতে যেভাবে ভারতীয় দল তাদেরকে ভারতের মাটিতে হারিয়েছিল। ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ক্রিকেটার বেন স্টোকস নিজেকে এই টেস্ট সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন, শুধু এই টেস্ট সিরিজ নয় তিনি নিজেকে সব ধরণের ক্রিকেট থেকেই দূরে সরিয়ে রেখেছেন। স্টোকস তার হাতের চোট এবং মানসিক অবসাদে ভুগছেন তাই তিনি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্টোকসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে তারা ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক সমস্যাকে অগ্রাধিকার দেবে। আমরা এখানে ৩জন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা এই ভারত ইংল্যান্ড সিরিজে বেন স্টোকসের পরিবর্ত হিসাবে খেলতে পারেন।
স্যাম কারেন
২৩ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার খুব অল্প বয়েসে নিজের অসাধারণ পারফর্মেন্সের জন্য সারা ক্রিকেট দুনিয়া বিখ্যাত হয়েছেন। কারেন বিগত কয়েক বছর ধরে ইংল্যান্ড দলের নিয়মিত টেস্ট ক্রিকেটার। তিনি এখনো পর্যন্ত টেস্টে ৪৪টি উইকেট নিয়েছেন এবং ৩টি অর্ধশতরানের সহিত ৭৪৪ রান করেছেন। তাই মনে করা হচ্ছে কারেন হয়তো এই টেস্ট সিরিজে বেন স্টোকসের জায়গা নিতে পারবেন।