চলতি আইপিএলে (IPL 2024) পথ চলা শেষ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের। গতকাল রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়ে চলতি মরশুম থেকে ছিটকে যেতে হলো RCB দলকে। প্রথম আট ম্যাচে পরাজিত থাকার পর বেশ দুর্দান্ত ফাইট ব্যাক করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। মরশুমের শুরুতে প্রথম আট ম্যাচে কেবলমাত্র একটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছিল দলটি, এরপর পরস্পর ছয়টি ম্যাচে জয় অর্জন করে এলিমিলিনেটরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স দল। দলের হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পারফরমেন্স করে এসেছেন বিরাট কোহলি। প্রথম কয়েকটি ম্যাচে সঙ্গ পাননি বাকি কোন ব্যাটসম্যানদের। চলতি মৌসুমে এমন ৩ ক্রিকেটার রয়েছে যাদের জন্য পরাজিত হতে হলো বেঙ্গালুরু দলকে।
১. গ্লেন ম্যাক্সওয়েল
তালিকায় শীর্ষস্থানে থাকবে অস্ট্রেলিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কিংবদন্তি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। চলতি মৌসুমের প্রথম ম্যাচ থেকেই ফ্লপ প্রদর্শন দেখিয়েছেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে এই মৌসুমে ১০ ম্যাচে কেবলমাত্র ৫৪ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। এমনকি এই মৌসুমের চারবার খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন তিনি। ব্যাট হাতে শুধু নয় বল হাতেও তিনি তার কেরামতি দেখাতে ব্যর্থ হয়েছেন। মোট ছয়টি ইনিংসে বোলিং করেছেন তিনি, নিয়েছেন ৬টি উইকেট। পাশাপাশি ওভার পিছু ৮.০৬ করে রান দিয়েছেন। তার এই পারফরমেন্সের কারণেই ব্যাঙ্গালুরু দলকে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, যে কারণেই চলতি মরশুম থেকে বিদায় নিতে হলো দলকে। গতকাল রাজস্থানের বিরুদ্ধে বড় ম্যাচে প্রথম বলেই একটি অপ্রত্যাশিত শট হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
Read More: IPL 2024: অধিনায়কত্ব ছাড়ছেন ফাফ দু প্লেসি, বিদায়ের পরেই ব্যাপক রদবদল বেঙ্গালুরু শিবিরে !!
২. মোহাম্মদ সিরাজ
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের মুখ্য পেসার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। চলতি মৌসুমে বল হাতে তুলনামূলকভাবে ব্যর্থ হয়েছেন সিরাজ, দলের হয়ে ১৪ টি ইনিংসে ১৫ টি উইকেট নিয়েছেন তিনি এবং ওভার পিছু ৯.১৯ রান দিয়েছেন। শুধু তাই নয়, শুরুর দিকে তার পারফরম্যান্স ছিল খুবই নিম্নমানের। প্রথম আট ম্যাচে সাতটি ম্যাচ খেলেছিলেন সিরাজ যেখানে ওভার কিছু তিনি দিয়েছিলেন ১১ রান ও নিয়েছিলেন মাত্র ৫ উইকেট। শেষের কয়েকটি ম্যাচে তার পারফরমেন্সে উন্নতির ফলে তার পরিসংখ্যানে পরিবর্তন দেখা গিয়েছে। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ৩৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ।
৩. ক্যামেরন গ্রীন
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ট্রেডিং সিস্টেমে ক্যামেরণ গ্রিনকে দলে টেনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এই মৌসুমে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। এই মৌসুমে ১২ ইনিংসে ব্যাটিং করেছেন তিনি ৩১.৮৮ গড়ে কেবলমাত্র ২৫৫ রান বানাতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১৪৩.২৬ এমনকি এই মৌসুমে একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি তিনি। তার সর্বোচ্চ স্কোরটি হলো ৪৬। চলতি মৌসুমে বল হাতেও দেখা গিয়েছিল তাকে। তবে ১৩ ইনিংসে তিনি দশটি উইকেট নিয়েছেন এবং ওভার পিছু ৮.৬২ রান দিয়েছেন। তার ব্যাটিং ও বোলিং প্রদর্শন দেখে ভালো মনে হলেও এই প্রদর্শনগুলি শেষের তিন থেকে চারটি ম্যাচেই এসেছে। প্রথম থেকে বেশ কয়েকটি ম্যাচে খুবই সাধারণ পারফরম্যান্স ছিল তার, গতকাল রাজস্থানের বিরুদ্ধে ২১ বলে ২৭ রান বানান তিনি এবং ২৮ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন তিনি।