বর্তমানে ব্যস্ততম ক্রিকেট সিডিউলের মধ্যে দিয়ে প্রতিটা ক্রিকেটারকে অতিবাহিত করে চলতে হয়। তরুণ উঠতি ক্রিকেটরা যেমন ঘরোয়া ক্রিকেটের প্রতিটা ম্যাচে নিজেদের সেরা পারফর্মেন্স করতে থাকেন যাতে করে তারা তাড়াতাড়ি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাতে পারেন ঠিক তেমনি আন্তর্জাতিক ক্রিকেটাররা প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দেবার চেষ্টা করে থাকে যাতে করে তারা দলের সাথে প্রতিটা সিরিজে দলের হয়ে মাঠে নামতে পারেন। প্রতিটা ক্রিকেট দল তাদের রিসার্ভ বেঞ্চ শক্ত করার জন্য তাদের ঘরোয়া ক্রিকেটের প্রতি অনেকটাই আস্থা রাখে এবং সেখান থেকেই তারা তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিশ্ব ক্রিকেটের মঞ্চে তুলে আনতে থাকে। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বর্তমানে বিশ্ব জুড়ে বিভিন্ন্য ধরণের ক্রিকেট লীগ শুরু হয়েছে যার ফলে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা খুব তাড়াতাড়ি নিজেদের অসাধারণ প্রতিভা দেখিয়ে বিশ্ব ক্রিকেটকে অবাক করে তুলছে এবং আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে বলাই মনে করা চলে।
বিরাট কোহলি বিশ্ব ক্রিকেট ইতিহাসে যেমন একটি বড়ো ব্র্যান্ড ঠিক তেমনি বর্তমানে প্রতিটা ক্রিকেটারের কাছে একজন আইকন ক্রিকেটার হিসাবে পরিচিত। বিরাট কোহলি হলেন বিশ্ব ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি সমস্ত ফরম্যাট মিলিয়ে ৭১টি শতরান করেছেন এবং একদিবসীয় ফরম্যাটেও তিনি হলেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি সর্বাধিক শতরানের মালিক। বিশ্ব ক্রিকেটে রান মেশিন নাম পরিচিত এই ডানহাতি ব্যাটসম্যান অতীতে ভারতীয় দলকে এক হাতে বহু ম্যাচ জিতিয়েছেন কিন্তু অতীতের এই ম্যাচ জেতানো ক্রিকেটার বর্তমানে একেবারেই ব্যাটিং ফর্মের মধ্যে নেই সে কথা বলাই চলে। কিন্তু এর পরেও ভারতীয় টীম ম্যানেজমেন্ট তাদের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যানের প্রতি ভরসা দেখিয়ে চলেছে। কিন্তু তার পরিবর্তে বহু তরুণ ক্রিকেটাররা আছেন যারা তার জায়গা করে নিতে সক্ষম। আমরা এখানে এমনই ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা ক্রিকেট কেরিয়ার বিরাট কোহলির কারণে শেষ হতে চলেছে বলেই মনে করা যাচ্ছে এবং যদি তারা পর্যাপ্ত পরিমানে দলে সুযোগ পেতেন তাহলে তারাও ম্যাচ উইনার হবার ক্ষমতা রাখেন।
দীপক হুডা
বর্তমানে ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন দীপক হুডা। ডানহাতি এই ব্যাটসম্যান ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্সের পাশাপাশি এই বছর আইপিএল এর মঞ্চেও অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান তার বিধংসী ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি অফ স্পিন বোলিংয়েও যথেষ্ট দক্ষ। তার এই অসদাহারন পারফর্মেন্সের সুবাদে এই বছরেই তিনি ভারতীয় দলের হয়ে T20 ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছেন এবং ইতিমধ্যেই তিনি একটি ম্যাচ জেতানো শতরান করে সবার নজর কেড়েছেন। কিন্তু নির্ভরযোগ্য এই অলরাউন্ডার বর্তমানে সেইভাবে দলে সুযোগ পাচ্ছেন না বলাই চলে। তাই মনে করা যাচ্ছে যদি বিরাট এর পরিবর্তে তরুণ এই ক্রিকেটারকে দলে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি ভবিষ্যতের একজন ম্যাচ উইনার হতে পারেন।