৩. ভুবনেশ্বর কুমার
অনুভব তার প্রচুর, দেশের হয়ে অনেক বড় রড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন তিনি, কিন্তু এই বিশ্বকাপটা তার কাছে একটু অন্য রকম, বিগত কয়েক মাসে বেশ কয়েকবার চোটের জন্য টিম থেকে বেরিয়ে যেতে হয় তাকে। তাই এই বিশ্বকাপ তার কাছে দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ। দেশের হয়ে মাঠে নামার ইচ্ছেই তার মনে সাহস জুটিয়েছে পর পর চোট খাওয়ার পর ও ফিরে আসার। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক মঞ্চে তাকে খেলতে দেখা যায় চিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে,আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলে উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি, ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ফেলেন তিনি, দেশের হয়ে টি-২০ খেলেছেন ৫১টি ,উইকেট নিয়েছেন ৫০টা,ইকনমি রেট ৬.৯০, বোলিং এভারেজ ২৬.১০, তার শ্রেষ্ঠ বোলিং পার্ফমেন্স ৪ ওভারে ২৪ দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।
এ ছাড়া খেলেছেন ১১৯ টা ওয়ান ডে ম্যাচ, উইকেট পেয়েছেন ১৪১টি, ইকনমি রেট ৫.০৩, বোলিং এভারেজ ৩৪.১৮ শ্রেষ্ঠ বোলিং পার্ফমেন্সে ৪২ রান দিয়ে নিয়ে ফেলেন ৫টি উইকেট। দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ২১টি,উইকেট নিয়েছেন ৬৩টি, ইকনমি রেট ২.৯৪, বোলিং এভারেজ ২৬.০৯, তার বেস্ট বোলিং পার্ফমেন্স হল একটি টেস্ট ম্যাচে ৯৬ রান দিয়ে ৮ উইকেট। এইবারের বিশ্বকাপে তিনি নিজের অনুভবের সাহায্যে ভারতীয় দলকে সাফল্যর কতটা কাছে নিয়ে যেতে পারেন সেটাই দেখার।