Top 3: তিনজন ভারতীয় ক্রিকেটার, যারা টি-২০ বিশ্বকাপে নেবেন সবচেয়ে বেশি উইকেট 1

২. রাহুল চাহারTop 3: তিনজন ভারতীয় ক্রিকেটার, যারা টি-২০ বিশ্বকাপে নেবেন সবচেয়ে বেশি উইকেট 2

ডমেসটিক ক্রিকেট ও আইপিএলে এক এর পর এক দুর্দান্ত পার্ফমেন্স করে এসেছেন তিনি, এই পার্ফমেন্স এর জোরে বিগত কয়েক মাসে ভারতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। তার অভিষেক হয় ৬ই অগাস্ট ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এই ম্যাচে তিনি ৩ ওভার বল করে ২৭ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। দেশের হয়ে টি-২০ খেলেছেন ৫টি, উইকেট নিয়েছেন ৭টা, ইকনমি রেট ৭.৬১, বোলিং এভারেজ ১৯.৫৭, তার শ্রেষ্ঠ বোলিং পার্ফমেন্স ৪ ওভারে ১৫ দিয়ে ৩ উইকেট। এ ছাড়া খেলেছেন ১টি ওয়ান ডে ম্যাচ, উইকেট পেয়েছেন ৩টি।

আইপিএলে তিনি খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, এই টিমের হয়ে খেলেছেন ৩৮টি ম্যাচ , উইকেট নিয়েছেন ৪১টি, ইকনমি রেট ৭.৪১, বোলিং এভারেজ ২৪.৪১। আইপিএল এবং টি-২০ বিশ্বকাপ দুটোই সংযুক্ত আরব আমিরশাহিতে এ আয়োজিত হওয়ায়, আশা করা যাচ্ছে বিশ্বকাপে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু বিশ্বকাপ আইপিএল এর পরে আয়োজিত হতে চলেছে, সেহেতু নতুন করে পিচ তৈরি করার পর্যাপ্ত সময় পাওয়া মুশকিল, আর পুরনো পিচে বল পড়ে ঘোরার সম্ভাবনা বেশি হবে বলে ধরে নিচ্ছেন সবাই। এরম অবস্থায় এই তরুণ লেগ স্পিনার এর খেলা দেখার জন্য মুখিয়ে থাকবে গোটা দেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *