SA vs IND: সমাপ্ত হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট, প্রথম টেস্টেই লজ্জাজনক পরিণতি হলো টিম ইন্ডিয়ার। প্রথম টেস্টের কথা বললে টিম ইন্ডিয়ার প্রদর্শন ছিল একেবারে নিম্নানের। দলের হয়ে সর্বাধিক ১০১ রানের ইনিংস খেলেন কেএল রাহুল (KL Rahul)। ২৪৫ রানে শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস। ৮৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন অভিষেক করা ডেভিড বেডিংহাম, দলের হয়ে অসাধারণ ১৮৫ রান বানান এলগার এবং ৮৪ রান বানান মার্কো জেনিসেন। ৪০৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং এবং তৃতীয় ইনিংসে ভারতীয় দল মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায় ও দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে প্রথম ম্যাচ জয়লাভ করলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য আবেশ খানকে দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই (BCCI)। মহম্মদ শামির (Mohammed Shami) বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের জন্য আভেশ খানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বেশ ভালো ফর্মে রয়েছেন আবেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ওডিআই সিরিজে ৬ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সের জন্য তিনি পরিচিত। তবে তার পরিবর্তে ৩ বোলার ছিলেন যারা আবেশকে পরিবর্তন করতে পারতেন।
Read More: SA vs IND: সেঞ্চুরিয়ান টেস্টে ‘ডাবল’ ব্যর্থতার জের, ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা !!
উমেশ যাদব
তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব। ২০২৩ সালে অস্ট্রালিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও WTC ফাইনালে দেখা গিয়েছিল উমেশকে (Umesh Yadav)। তবে, গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ পাননি উমেশ, অভেশ খানের জায়গায় উমেশ হতে পারতেন ভালো বিকল্প। গত বিদেশি সিরিজে বেশ দারুন বোলিং করেছেন উমেশ। বিদেশের মাটিতে উমেশ ৫৭ টেস্ট খেলে ৩০.৯৮ গড়ে ১৭০ উইকেট নিয়েছেন। বিদেশের মাটিতেও এর আগে বেশ প্রদর্শন দেখিয়েছিলেন যে কারণে বিদেশের মাটিতে উমেশকে সুযোগ দেওয়া হতো।
অর্শদীপ সিং
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বামহাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। বর্তমানে দারুন ছন্দে রয়েছেন তিনি, দক্ষিণ আফ্রিকাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জিতেছিলেন তিনি। তিনি ৩ ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন এবং বোলারদের মধ্যে এটাই ছিল সবচেয়ে সেরা। জাতীয় দলে টেস্টে অভিষেক না হলেও তার হাতে যথেষ্ঠ সুইং রয়েছে এবং ব্যাটারদের চমকে দেওয়ার জন্য শর্ট বল ব্যবহার করেন। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেটও খেলেছেন তিনি এবং ভালো প্রদর্শনও দেখিয়েছেন। দ্বিতীয় টেস্টের জন্য মহম্মদ শামির জায়গায় তিনি হতে পারতেন প্রথম পছন্দের।
নবদীপ সাইনি
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার নভদীপ সাইনি (Navdeep Saini)। গত কয়েক বছর ধরে দলের ভিতরে এবং বাইরে রয়েছেন তিনি। একসময় তাকে দলের ভবিষ্যৎ হিসাবে দেখা হচ্ছিল তবে সিনিয়র বোলারদের জন্যই জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার কাছে। দক্ষিণ আফ্রিকান বাউন্সি ট্র্যাকে তিনি আভেশের চেয়ে ভাল পছন্দ হতে পারতেন। নিয়মিত ১৪০ কিমি/ঘন্টা বেগে বল করতে পারে এবং বল সুইং করতেও পারে। তিনি ভারতের জার্সিতে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলেছেন ফলে তার টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতাও রয়েছে।