Ind vs pak
IND vs PAK | Image: Getty Images

আয়ারল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপের (T20 World Cup 2024) শুভ সূচনা করে ফেলেছে। ২০ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপে প্রতিটি গ্রূপে পাঁচটি করে দলকে রাখা হয়েছে যেখানে A’ গ্রুপের সবথেকে বড় ম্যাচটি আগামী ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। যদিও ম্যাচ শুরুর আগে থেকেই এই ম্যাচকে নিয়ে উত্তজনা শুরু হয়ে গিয়েছে, দুই দেশের ভক্তদের কাছে এই ম্যাচটি বিশ্বকাপ জয়ের থেকেও গুরুত্বপূর্ণ।

২০২১ সালে প্রথম বারের জন্য টিম ইন্ডিয়া পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে পরাজিত হতে হয়েছিল, যদিও ২০২২ সালে যার যোগ্য জবাব দেয় টিম ইন্ডিয়া। অন্যদিকে, চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জেতার সম্ভাবনা বেশি থাকলেও এই ৩ প্লেয়ারের জন্য হারতে হবে বিশ্বকাপে।

১. হার্দিক পান্ডিয়া

Hardik Pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে ফ্লপ হতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় দলের সহ অধিনায়কের ভূমিকায় হার্দিক পান্ডিয়াকে দেখা যাচ্ছে। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের ময়দানে হার্দিক পান্ডিয়া ছিলেন সম্পূর্ণরূপে ফ্লপ। আইপিএলের মঞ্চে ব্যাট হাতে তিনি যেমন দলের হয়ে কোনো ম্যাচেই জয় এনে দিতে পারেননি ঠিক তেমনই বল হাতে তার পারফরমেন্স ছিল সাধারণ মানের।

Read More: T20 World Cup 2024: ইতিহাস গড়লো উগান্ডা, পাপুয়া নিউ গিনি’র বিরুদ্ধে ছিনিয়ে নিলো প্রথম জয় !!

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালো বোলিং করেছিলেন পান্ডিয়া। আইরিশ’দের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে তার এই পারফরমেন্সের পরেও পান্ডিয়ার উপর তৈরি হয়েছে প্রশ্ন। মূলত আয়ারল্যান্ডের ব্যাটসম্যান ও পাকস্তানী ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাৎ। ভারত-পাকিস্তান খেলায় হার্দিক পান্ডিয়া ৫ ইনিংসে ১১ উইকেট তুলে নিয়েছেন যা দুই দলের মধ্যেই সর্বোচ্চ। এমনকি, ওভার পিছু তিনি দিয়েছেন ৭.৫৪রান। পাকিস্তানের বিরুদ্ধে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি সেটাই হলো পান্ডিয়ার সবথেকে ভালো স্পেল।

পাকিস্তানের বিরুদ্ধে বরাবর ভালো প্রদর্শন দেখিয়ে আসলেও পান্ডিয়ার বর্তমান পারফরমেন্স খুবই খারাপ। আয়ারল্যান্ডের ম্যাচটি বাদ দিলে আইপিএলে হার্দিক বল হাতে ছিলেন সম্পূর্ণ ফ্লপ। বল হাতে তিনি ১১ উইকেট নিয়েছিলেন আইপিএলে এবং ওভার পিছু ১০.৭৫ রান দিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তায় থাকবেন ভারতীয় দলের ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মা।

২. রবীন্দ্র জাদেজা

Team India
Ravindra Jadeja | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে এখনও পর্যন্ত নিজের সেরাটা প্রমাণ করতে পারেননি জাদেজা তবুও যেহেতু তিনি ক্রিকেটের একজন বড় নাম সেই কারণেই তাকে উপেক্ষা করতে পারেনা টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের জার্সিতে তার পারফরমেন্স খুবই সাধারণ, যদিও পাকিস্তানের বিরুদ্ধে ছয়টি ম্যাচে চারটি উইকেট পেয়েছেন তিনি।

ভারত-পাকিস্তানের ম্যাচ গুলি ধীর-গতির উইকেটে হওয়ার জন্য জাদেজা পাকিস্তানের বিরুদ্ধে ওভার কিছু ৫.৯৪ রান দিয়েছেন যা তুলনামূল অনেকটাই কম। তবে বর্তমানে তার পারফরমেন্সের উপর বেশ প্রভাব পড়েছে। আইপিএলের মঞ্চেও সেভাবে সফল হয়ে উঠতে পারেননি তিনি। ২০২২ সালের বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন জাদেজা তাই বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছিল তাকে।

৩. মোহম্মদ সিরাজ

Mohammed Siraj,
Mohammed Siraj | Image: Getty Images

তালিকায় শেষের স্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অবতীর্ণ হয়েছেন সিরাজ তবে তাকে নিয়ে সংশয়ে থাকবে টিম ইন্ডিয়া। ২০২৩ সালের এশিয়া কাপের মঞ্চে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখানোর পর মোহাম্মদ সিরাজ রিতিমতন তার ছন্দ হারিয়ে ফেলেছেন। আইপিএলের মঞ্চেও তার প্রদর্শন ছিল সাধারণ, তিনি এবারের আইপিএলে ১৪ ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ১৫ উইকেট।

তবে ওভার পিছু তিনি ৯.১৯ রান করে দিয়েছিলেন যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। পাকিস্তানের বিরুদ্ধে সিরাজ দুটি ম্যাচ খেলেছেন তবে তিনি তার স্বভাবসিদ্ধ বোলিং প্রদর্শন দেখাতে হয়েছিলেন ব্যার্থ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সিরাজ নতুন বলে বোলিং করার সুযোগ পেয়েছিলেন, বোলারদের সহায়ক উইকেটে নতুন বলে উইকেট নিতে হয়েছিলেন ব্যার্থ। ৩ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট তুলে নেন সিরাজ।

Read Also: T20 World Cup 2024: ভাগ্যের চাকা ঘুরছে শুভমান গিলের, পাকিস্তানের বিরুদ্ধে পাচ্ছেন মাঠে নামার সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *