২০২৪ সালে দীর্ঘ ১০ বছর পর কলকাতা নাইট রাইডার্স দলের ঘরে উঠেছিল আইপিএল শিরোপা। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের হাত ধরে তৃতীয়বারের জন্য এই খেতাব জয়লাভ করেছিল কলকাতা নাইট রাইডার্স দল। তৃতীয় দল হিসেবে আইপিএল জয়ের হ্যাটট্রিক করেছিল কলকাতা। ২০২৪ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এর প্রদর্শন ছিল অসাধারণ। তবে ২০২৫ সালের দলে বেশ কয়েক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। নাইটের সব থেকে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে দলের অধিনায়কের শ্রেয়াস আইয়ারকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। এরপর নিলামের মঞ্চে শ্রেয়াসকে কেনার প্রচেষ্টা চালিয়েছিল নাইট রাইডার্স শিবির। যদিও শ্রেয়সকে দলে সামিল করতে ব্যর্থ হয়েছিল নাইট রাইডার্স দল।
অধিনায়কের নাম ঘোষণা করেন KKR
![KKR’এর নতুন অধিনায়ক এবং সহ-অধিনায়ক হলো ঠিক, এই ২ জন খেলোয়াড়ের উপর থাকবে দায়িত্ব !! 2 Kkr](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/11/kkr-team-3-1024x576.png)
যে কারণে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দেবেন সেটি এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। সদ্য, আসন্ন আইপিএলের জন্য অধিনায়কের নাম প্রকাশ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। রজত পতিদারকে (Rajat Patidar) দলের নতুন অধিনায়ক বানিয়েছে RCB দল। যদিও, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস দলগুলি এখনও আইপিএল ২০২৫ মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেনি। যার কারণে এখন সংবাদমাধ্যমে খবর আসছে যে কলকাতা নাইট রাইডার্স (KKR) দল আগামী দিনে কেবল অধিনায়কই নয়, সহ-অধিনায়কের নামও ঘোষণা করতে পারে। যদি এমনটা হয়, তাহলে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের (KKR) আইপিএল ২০২৫ মরশুমের জন্য এই দুই কিংবদন্তিকে অধিনায়ক এবং সহ-অধিনায়কের দায়িত্ব দিতে পারেন।
Read More: ‘খেলবো না টুর্নামেন্ট’, চ্যাম্পিয়ন্স ট্রফির বোর্ডের মুখের উপর না বললেন এই তারকা খেলোয়াড় !!
দলের ক্যাপ্টেনসি করতে পারেন রিঙ্কু
![KKR’এর নতুন অধিনায়ক এবং সহ-অধিনায়ক হলো ঠিক, এই ২ জন খেলোয়াড়ের উপর থাকবে দায়িত্ব !! 3 Rinku Singh,kkr](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/04/rinku-1024x576.jpg)
২০১৮ সালের আইপিএল মৌসুম থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের হয়ে খেলে আসছেন রিংকু সিংহ (Rinku Singh)। তবে, মনে করা হচ্ছে রিংকু সিংকে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হিসাবে দেখতে পাওয়া যাবে। পাশাপশি, ২০২৫ সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে দলে শামিল করেছে। এমন পরিস্থিতিতে, রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) টিম ম্যানেজমেন্ট সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করার কথা ভাবতে পারে।