দুই নৌকায় পা দিচ্ছে KKR, গম্ভীরের জায়গা পূরণ করতে নাজেহাল !! 1

সমস্যার মুখে পড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। আসন্ন আইপিএলের আগেই নাইট শিবির ছেড়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের প্রধান কোচ হয়ে ওঠার পর নাইট রাইডার্স দলের মেন্টরের পদ আপাতত শূন্যপদ। এই পদে কে বসবে তা নিয়ে রয়েছে সংশয়। গতবছর দীর্ঘ ১০ বছর পর ট্রফির মুখ দেখেছিল নাইট রাইডার্স।

গৌতম গম্ভীরের আগমনে কলকাতা দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে গম্ভীর নাইট শিবির ছাড়তেই নাজেহাল হয়ে পড়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচ হওয়া পর কুমার সাঙ্গাকারাকে (Kumar Sangakkara) ছেড়ে দিয়েছে রাজস্থান।

গম্ভীরের বদলি খুঁজতে নাজেহাল KKR

Gautam Gambhir, team india,kkr
Gautam Gambhir | Image: Getty Images

রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পরেই শোনা যাচ্ছে যে, রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ ছেড়ে দিচ্ছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তী। জানা গিয়েছে, কুমার সাঙ্গাকারা নাকি কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের মেন্টর হতে পারেন এমনকি কলকাতা নাইট রাইডার্সের তরফে ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলা হয়েছে।

২০২১ সাল থেকে রাজস্থানের ক্রিকেট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাঙ্গাকারা। তবে আগামী মরশুম থেকে তাকে আর দায়িত্বে দেখা যাবে না। যদিও কুমার সাঙ্গাকারাকে কলকাতা দলে শামিল করা হলেও তিনি দলের মেন্টরের ভূমিকা পালন করবেন। কারণ নাইট রাইডার্স দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে চন্দ্রকান্ত পন্ডিতকে (Chandrakant Pandit)।

Read More: মাত্র ১৫ কোটির বিনিময়ে GT দল ছাড়ছেন মোহাম্মদ শামি, এই দলে নিচ্ছেন এন্ট্রি !!

মেন্টর নিয়ে সংশয়ে রয়েছে KKR

Kumar Sangakkara and Ricky Ponting, kkr
Kumar Sangakkara and Ricky Ponting | Image: Getty Images

আগামী মরশুমেও তিনি নাইট রাইডার্স দলের প্রধান কোচের ভূমিকা পালন করবেন। তবে শুধুমাত্র কুমার সাঙ্গাকারা নন বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ও আইপিএল জয়ী কোচ রিকি পন্টিংকেও (Ricky Ponting) মেন্টর করতে চায় কলকাতা ফ্রাঞ্চাইজি। দুই কিংবদন্তি খেলোয়াড়ের মধ্যে কার হাতে কলকাতার গুরুদায়িত্ব তুলে দেওয়া হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। পন্টিং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৫ ও ২০১৭ সালে আইপিএল শিরোপা জয় করেছে। যেখানে কুমার সাঙ্গাকারা ২০২২ সালে রাজস্থান দলকে দ্বিতীয় বারের জন্য ফাইনালের মঞ্চে পৌঁছে দিয়েছিলেন। কয়েক মাস আগেই দিল্লি ফ্রাঞ্চাইজি থেকে রিকি পন্টিংকে ছাঁটাই করা হয়েছে এবং সদ্য সাঙ্গাকারাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

Read Also: KKR’এ খেলে ভাগ্য খুললো রিংকু সিংয়ের, ১৫ কোটির বিনিময়ে এই দলে পাচ্ছেন অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *