বিদেশের মাটিতেই বসতে চলেছে আসন্ন আইপিএল নিলামের আসর, ১৫৭৪ জন খেলোয়াড় লেখালেন নাম !! 1

২০২২ সালে শেষবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। আবার তিন বছর পর আগামী তিন বছরের জন্য মেগা নিলামের জন্য ফ্রাঞ্চাইজি তাদের দল তৈরি করবে। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছে আসন্ন আইপিএলের (IPL 2025) এই পূর্ণ নিলামের দিকে। আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। আসন্ন নিলামের মঞ্চে ১৫৭৪ জন তারকা খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে। জেড্ডার আবাদি আল জোহর এরিনায় দু’দিন ধরে চলবে আইপিএলের নিলাম। কয়েকদিন আগেই, আইপিএলে ১০ টি ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

আবার একবার সৌদি আরবে বসছে আইপিএলের আসর

IPL 2025
IPL Trophy | Image: Getty Images

বেশিরভাগ ফ্রাঞ্চাইজি তাদের পুরানো খেলোয়াড়দের ধরে রাখার প্রবণতা দেখিয়েছে। যদিও বেশ কিছু ফ্রাঞ্চাইজি তাদের দলের অধিনায়কদের ছাড়াই ধরে রাখা খেলোয়াড়দের নির্বাচন করেছে। ইতিমধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যার জন্য মোট খরচ হয়েছে ৫৫৮.৫ কোটি টাকা। এবারের এই মেগা নিলামে ১০ টি ফ্র্যাঞ্চাইজির কাছে রয়েছে ৬৪১.৫ কোটি টাকা। মূলত প্রতিটি ফ্রাঞ্চাইজিকে এবছর বাড়তি ১০ কোটি টাকা খরচ করার অনুমতি দেওয়া হয়েছে। খেলোয়াড় রিটেন করার পর ১০ টি ফ্রাঞ্চাইজি আনুমানিক ২০৪টি স্লটের জন্য বেঁচে থাকা টাকা খরচ করতে পারবে। ভারতীয় দলের বেশ কয়েক তারকা খেলোয়াড়দের দেখা যাবে নিলামের মঞ্চে। ২০২৪ সালের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেএল রাহুল, অর্ষদীপ সিং, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জুজুভেন্দ্র চাহাল, গত আইপিএলের পার্পেল ক্যাপ হোল্ডার হার্সাল প্যাটেলদের মতন খেলোয়ারদের দেখা যাবে নিলামের মঞ্চে।

Read More: IPL 2025: চমক দিলো KKR, আবারও শ্রেয়স আইয়ারের হাতেই যাচ্ছে দলের নেতৃত্বভার !!

২০৪ জন খেলোয়াড়ের মধ্যে ৭০ জন বিদেশি খেলোয়াড়দের কিনতে পারবে ফ্রাঞ্চাইজি। আসন্ন আইপিএল নিলামে (IPL 2025 Auction) সবথেকে বেশি টাকা নিয়ে বসবে পাঞ্জাব কিংস। নিলামের মঞ্চে তারা কেবলমাত্র দুইজন আনক্যাপড খেলোয়াড়কে রিটেন করেছে তাই তাদের হাতে রয়েছে ১১০.৫ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে রয়েছে ৮৩ কোটি টাকা, লখনৌ সুপার জায়ান্টসের কাছে রয়েছে ৭৩ কোটি টাকা। গুজরাত টাইটান্স দলের কাছে রয়েছে ৬৯ কোটি টাকা, চেন্নাই সুলার কিংসের কাছে রয়েছে ৫৫ কোটি টাকা। নাইট রাইডার্সের কাছে রয়েছে ৫১ কোটি টাকা। হায়দ্রাবাদ ও মুম্বাই দলের কাছে রয়েছে ৪৫ কোটি টাকা করে এবং রাজস্থানের কাছে রয়েছে সবথেকে কম কেবলমাত্র ৪১ কোটি টাকা।

এন্ডারসন সহ মোট ১৫৭৪ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন নিলামের মঞ্চে

James Anderson,ipl 2025
James Anderson | Image : Getty Images

নিয়ম অনুযায়ী, আইপিএল নিলামে ২৫ জন ক্রিকেটারকে দলে শামিল করতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। আসন্ন নিলামে অংশ নিতে আগ্রহী ১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ১২২৪ জন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা ৩২০ জন যার মধ্যে ৪২ জন হলো ভারতীয়। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। পাশাপশি অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। এবার ইংল্যান্ডের হয়ে জেমস এন্ডারসন আইপিএলে নাম লেখাতে চলেছেন, ৫২ জন ইংলিশ খেলোয়াড় নাম লেখাবেন আইপিএলে।

গত কয়েক বছরে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন আফগান খেলোয়াড়রা তাই এবারের আইপিএলে ২৯ জন আফগান খেলোয়াড়কে দেখতে পাওয়া যাবে। উইন্ডিজের মোট ৩৩ জন, শ্রীলঙ্কার মোট ২৯ জন, নিউজিল্যান্ডের ৩৯ জন, বাংলাদেশ থেকে ১৩, নেদারল্যান্ডসের ১২, আমেরিকার ১০, আয়ারল্যান্ডের ৯, জিম্বাবুয়ের ৮ জন, কানাডা থেকে ৪ জন, স্কটল্যান্ডের দুই জন, ইতালি এবং সংযুক্ত আরব আমিরশাহির ১ জন করে ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামের তালিকায়।

Read Also: IPL 2025: নেতৃত্ব হাতছাড়া কোহলির, মরসুম শুরুর আগেই হৃদয় ভাঙছে RCB সমর্থকদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *