দীর্ঘদিন ধরে বিসিসিআই এবং পিসিবির মধ্যকার বিরোধের পর, এবার ২০২৩ সালে এশিয়া কাপ (Asia Cup 2023) অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে এশিয়া কাপের কর্মসূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে চলেছে এশিয়া কাপ। দীর্ঘদিন ধরে এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কারণে সেখানে যেতে বিসিসিআই (BCCI) অস্বীকার করেছিল। তবে, অন্যদিকে পাকিস্তানের ১৫ সদস্যের সম্ভাব্য দল নির্বাচন করা হয়েছে এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য।
Read More: বিশ্বকাপের আগে চমক পাকিস্তান ক্রিকেট বোর্ডের, এই বর্ষিয়ান হতে চলেছে দলের মুখ্য নির্বাচক !!
এই দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ
তবে, এই এশিয়া কাপে, দুই থেকে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (IND vs PAK) দল। যখনই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তখন ক্রিকেট ভক্তদের মধ্যে এক অন্যরকম আবেগ কাজ করে। এবারও এই একই রোমাঞ্চের প্রত্যাশা রয়েছে দুই দলের ক্রিকেটারদের মধ্যে। ২০২৩ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে টিম ইন্ডিয়া কেবলমাত্র শ্রীলংকাতেই খেলবে। বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই টুর্নামেন্টকে। যখন ভারত ও পাকিস্তান দল এই টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে, তখন হাইভোল্টেজ ম্যাচের আসায় থাকবে ক্রিকেট বিশ্ব। ২সেপ্টেম্বর দুই দল প্রথম বারের মতন মুখোমুখি হবে।
এশিয়া কাপেও এমন হবে পাকিস্তান দল
ভারত-পাকিস্তানের মধ্যেকার বৈরিতা বহু দিনের পুরানো। দুই দেশের অতীত ও রাজনৈতিক মতপার্থকের প্রভাব খেলা ধুলোয় দেখা যায়। সে যেই খেলা হোক না কেন, যখন এই দুই দল একে অপরের মুখোমুখি হয় তখন বেশ ক্লোজ ফিনিশিং দেখা যায়। ২০২৩ সালে একাধিক বার মুখোমুখি দেখা যাবে দুই দলকে। এশিয়া কাপে তিনবার সামনামানি হওয়ার সম্ভবনা রয়েছে দুই দলের। তবে ইতিমধ্যে, পাকিস্তানের ১৫ সদস্যের সম্ভাব্য দলকে বেছে নেওয়া হয়েছে। যদিও দলে দেখা যাবে না বাবর আজম (Babar Azam) বা মোহাম্মদ রিজওয়ানকে (Mohammed Rizwan)। তার দলের হয়ে নেতৃত্ব দেবে মোহাম্মদ হারিস (Mohammed Harris)। এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দল:-
আগা সালমান, ইমাম-উল-হক, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ হারিস (সি), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, জামান খান, উসমান মীর, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবদুল্লাহ শফিক, ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম।