একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবী অনুযায়ী গত শুক্রবার আইপিএল গভর্নিং বডির মিটিংয়ে শামীর পক্ষে মুখ খুলেছিলেন প্রাক্তন অধিনায়ক তথা আইপিএল গভর্নিং বডির সদস্য সৌরভ গাঙ্গুলী। এবার সৌরভকে নিয়ে মুখ খুললেন হাসিন জাহান। শামীর বিরুদ্ধে আনা অভিযোগে এবার হাসিন টানলেন মহারাজকেও। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভকে নিয়ে মুখ খোলেন হাসিন। ঠিক কি বলেছেন শামীর স্ত্রী সৌরভকে নিয়ে? তিনি জানিয়েছেন অনেকদিন আগেই নাকি শামী তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন। তখন সেই প্রসঙ্গে হাসিনের মনে হয়েছিল যে শামীর ব্যাপারে তিনি সৌরভের দ্বারস্থ হবেন। হাসিন ওই সাক্ষাৎকারে আরও দাবী করেছেন যে সোশ্যাল মিডিয়ায় শামীর বিরুদ্ধে অভিযোগ করার অনেক আগেই নাকি তিনি এ বিষয়টি সৌরভকে জানিয়েছিলেন। সেই সময় নাকি প্রিন্স অফ ক্যালকাটা হাসিনকে বলেছিলেন যে তিনি শামীকে বোঝাবেন। সেই সঙ্গে হাসিন সৌরভের বিরুদ্ধে এই অভিযোগও করেছেন। হাসিন জানিয়েছেন, “ আমাকে সৌরভ ফোন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ওর কাছ থেকে এখনও কোনও ফোন আসে নি। হয়ত উনি ভেবেছিলেন যে এই বিষয়টা আমাদের ব্যক্তিগত”।
শুধু সৌরভ নয় সামীর জাতীয় দলের অন্য দুই সদস্যকেও ব্যাপারটা জানিয়েছেন বলে দাবী করেছেন হাসিন। তিনি বলেন যে উমেশ যাদব এবং ঋদ্ধিমান সাহার স্ত্রী তানিয়া ও রোমিকেও সামীর যাবতীয় কান্ডকারখানার কথা জানিয়েছিলেন হাসিন। তবে সৌরভের বিষয়ে বলার পর সৌরভের প্রতিক্রিয়ার জন্য তার সঙ্গে এখনও যোগাযোগ করা যায় নি।