শাহরুখের গোঁ, এই বোলারকেই চান কেকেআরে! 1
শাহরুক খান ও গৌতম গম্ভীর

শাহরুখের গোঁ, এই বোলারকেই চান কেকেআরে! 2

ভারতীয় দলের বাতিল ক্রিকেটার গৌতম গম্ভীর তার দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারে এখনও পর্যন্ত অনেক সেরা বোলারেরই মুখোমুখি হয়েছেন। দলের জন্য ওপেন করতে নেমে বহুবার তিনি অনেক পরিস্থিতিরও মোকাবিলা করেছেন তিনি। উইকেটের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে সহজেই অনেক বিশ্বসেরা বোলারকে খেলেছেন তিনি। তবে কয়েকদিন আগেই তাকে ব্যাট হাতে দাঁড়াতে দেখা গেল তার মেয়ে আজীন গম্ভীরের বোলিংয়ের বিরুদ্ধে। দিল্লীতে আজীনের স্কুলের একটা ফাংশনে বল হাতে আজীনকে দেখা যায় বাবার বিরুদ্ধে বল করতে।
এই মুহুর্তে দিল্লীর এই ব্যাটসম্যান কঠোর পরিশ্রম করে চলেছেন জতীয় দলে ফের নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য। জাতীয় দলের হয়ে তাকে শেষ বার দেখা যায় ২০১৬র ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। জাতিয় দলে ফেরার পর দুটি টেস্ট ভালই ব্যাট করেছিলেন তিনি। কিন্তু জাতীয় দলের দুই নিয়মিত ওপেনার সুস্থ হয়ে দলে ফেরায় তাকে জাতীয় দলের বাইরে চলে যেতে হয়। তারপর থেকেই ক্রমাগত জাতীয় দলের বাইরে গম্ভীর। তবে এই মরসুমের চলতে থাকা রঞ্জি ট্রফিতে বেশ ভালোই রান করে চলেছেন তিনি। তা সত্ত্বেও মনে করা হচ্ছে জাতীয় দলের প্রধান খেলোয়াড়দের চোট আঘাতই একমাত্র ফের তাকে জাতীয় দলে ফিরিয়ে আনতে পারে। সোস্যাল মিডিয়ায় নিজের ফ্যানেদের ব্যস্ত রাখা গৌতম গম্ভীর এই মুহুর্তে রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত। সোমবারই নিজের টুইটার হ্যান্ডেলে নিজের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিও দেখা যায় তার মেয়ের স্কুলের একটা ফাংশনে তার মেয়ে আজীন তাকে বল করছে। শাহরুখের গোঁ, এই বোলারকেই চান কেকেআরে! 3বেশ মজা করেই সেই ভিডিও ক্যাপশনে গম্ভীর লেখেন, “ প্রচন্ড চাপের কাজ। আমার মেয়ে আজীনের স্কুলে ওর বোলিংয়ের মুখোমুখি হতে হচ্ছে। আর কি ভয়ানক, ও জানে বাবার বিরুদ্ধে বল করতে গেলে আউট সাইড অফ স্টাম্পে বল রাখতে হয়”। আইপিএলএ গম্ভীর কেকেআরের হয়ে খেলেন। বেশ কিছু বছর ধরে কেকেআরকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরেই কেকেআরের মালিক তথা বলিউডের বাদশাহ শাহরুখ খান টুইটারে জবাব দেওয়ার এমন সুযোগ হাতছাড়া করেন নি। বেশ মজা করেই তিনি আজীনকে কেকেআরের হয়ে বল করার আমন্ত্রণ জানিয়ে আশির্বাদ করেন। তিনি টুইটারে লেখেন, “ ওকে কেকেআরে্র হয়ে বল করার জন্য আনা হোক। বিগ হাগ”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *