রায়নার উপর কোনও রাগ নেই জানিয়ে দিলেন এই তারকা অলরাউন্ডার

রায়নার উপর কোনও রাগ নেই জানিয়ে দিলেন এই তারকা অলরাউন্ডার 1

দীর্ঘদিন ধরেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছিল। যা চাপ বাড়াচ্ছিল তার উপর। ভারতীয় দলে সুযোগ পাওয়া সেই অলরাউন্ডার বিজয় শঙ্কর সংবাদমাধ্যমের কাছে আবেদন করলেন এই তুলনা টেনে তার উপর যেনো চাপ বাড়ানো না হয়। এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ভারতীয় দল শ্রীলঙ্কায় ব্যস্ত নিদাহাস ট্রফি খেলতে। ত্রিদেশীয় এই সিরিজে ভারত ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এই সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় হাসিল করেছে ভারত। সেই সঙ্গে নজরে পড়েছে বিজয়ের পারফর্মেন্স। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ভারত সেই জয়ে দুটি উইকেট নেন বিজয়। সেই ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় বলেন, “ প্রতিদিন উন্নতি করে চলাটা আমার কাছে খুবই প্রয়োজনীয়। তাই হার্দিকের সঙ্গে আমার তুলনা করাটা আমার মনে হয় ঠিক নয়। কারণ অনেক ক্রিকেটারই তুলনায় বিশ্বাসী নয়। তবে আমার লক্ষ্য চাপের মুখে নিজের সেরাটা তুলে ধরা”।

রায়নার উপর কোনও রাগ নেই জানিয়ে দিলেন এই তারকা অলরাউন্ডার 2

অন্যদিকে দেশের জার্সি গায়ে নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট নিতে অনেকটাই সময় লেগেছে বিজয়ের। তার বলে ব্যাটসম্যানের ক্যাচ ছেড়েছেন ভারতের নির্ভযোগ্য ফিল্ডার বলে পরিচিত সুরেশ রায়না এবং ওয়াশিংটন সুন্দর। এই দুজন যদি এই ক্যাচ গুলো ধরে ফেলতে পারতেন তাহলে শুরুতেই নিজের প্রথম আন্তর্জাতিক উইকেটের মালিক হতেন বিজয়। তাহলে কি তার বলে ক্যাচ ফেলায় তিনি রাউনা এবং সুন্দররের উপর রেগে আছে?, এ প্রসঙ্গে এই তরুণ অলরাউন্ডার বলেন, “ আমার কোনও রাগ বা অভিমান নেই ওরা ক্যাচ ছেড়েছে বলে। এই ঘটনা এমনকী আমার খেলাকেও সেভাবে প্রভাবিত করে নি। ক্যাচ ধরা বা ছাড়া ক্রিকেট খেলাটারই অঙ্গ”।

রায়নার উপর কোনও রাগ নেই জানিয়ে দিলেন এই তারকা অলরাউন্ডার 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *