ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। জীবন্ত কিংবদন্তি। অধিনায়ক হিসেবে যা ছুঁয়েছেন, তাই পেয়েছেন তিনি। ক্রিকেট মাঠের পরিস্থিতিকে তাঁর মত সহজে হয়ত বা কেউ পড়তে পারেন। এবছরের গোড়ার দিকে ভারতীয় ক্রিকেটের স্বার্থের কথা মাথায় রেখে বিরাট কোহলিকে ভবিষ্য়তের জন্য় তৈরি করতে নেতৃত্বের দায়ভার তুলে দিয়েছেন তিনি। অধিনায়কত্ব ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মাহি। তাঁকে অবসর দেওয়ানোর পরামর্শ নানান দিক থেকে উড়ে এলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলকে এখনও চালিয়ে যাচ্ছেন ধোনি। ফিল্ডিং সাজানো, বোলারদের পরামর্শ দেওয়া, রিভিউ নেওয়া, আবার ব্য়াটিং বিপর্যয় ঘটলে টেইল এন্ডারদের নিয়ে শেষ পর্যন্ত ম্য়াচ টেনে নিয়ে যাওয়া – সবই ধোনি সামলে যাচ্ছেন অধিনায়কের মতো। বিরাট শুধু নামেই নেতা টস করতে যাওয়ার জন্য়।
ধোনি তাঁর হাতে অধিনায়কত্বের ব্য়াটন তুলে দিলেও, সমস্য়ায় পড়লে বিরাট প্রাক্তন ভারত অধিনায়কের দিকেই তাকিয়ে থাকেন। ধোনি তাঁর ইচ্ছে মতো ফিল্ডিং সাজিয়ে নিলেও, বিরাট সেখানে কোনওরকম নাক গলান না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে একদিনের সিরিজের প্রথম ম্য়াচেও সেই দৃশ্য়টা আবারও ফুটে ওঠে। দলের প্রয়োজনে ধোনি প্রয়োজনে ফিল্ডারদের সাজিয়ে নিচ্ছেন, আবার বোলারদের পরামর্শ দিচ্ছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারের মতে, উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকার কারণে ধোনি উইকেটের চরিত্র সবার চেয়ে ভালো বুঝতে পারেন। আর সেই কারণে অধিনায়ক বিরাটকে গাইড করে যান মাহি। সানি বলেন, ”আমি সবসময় বলি, উইকেটকিপার ম্য়াচ কোন দিকে এগোচ্ছে বা পিচ কেমন আচরণ করছে, সবচেয়ে ভালোভাবে পড়তে পারে। ধোনির ক্ষেত্রেও তাই। পিচে বল কতটা টার্ন নিচ্ছে, সেইটা সবার আগে বুঝে যাওয়ার কারণেই বিরাটকে গাইড করে যাচ্ছে ধোনি।”
অধিনায়ক ধোনির তুলনায় বিরাট নেতৃত্বে অনেক কাঁচা। টেস্টের আসরে ২০১৪ সালে নেতৃত্ব পেলেও সীমিত ওভারের ক্রিকেটে চলতি বছরের শুরুর দিকে অধিনায়কত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিল্ডিং সাজাতে গেলেও ধোনির পরামর্শ নেন বিরাট। ধোনি যা বলেন, তা চোখ বন্ধ করে মেনে নেন ভারত অধিনায়ক। কারণ, তাতে ভারতীয় ক্রিকেটেরই লাভ হচ্ছে। কাগজে-কলমে নেতা হলেও, বিরাটের হয়ে মাঠে প্রায় সব কাজটাই ধোনি সামলে দিচ্ছেন। বিরাটের ব্য়াটে রান আসার এটাও একটা বড় কারণ। একটি বেসরকারি টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ”ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ও এখনও খেলা চালিয়ে যাচ্ছে বলে বিরাটের আত্মবিশ্বাসটা তাই আরও বেশি করে বেড়ে গিয়েছে। ধোনি যেমনভাবে চায় ফিল্ডিং সাজায়। বোলারদের সঙ্গে কথা বলে। বিরাট ম্য়াচ জেতার জন্য় ধোনির দিকে তাকিয়ে থাকে।”
উল্লেখ্য়, ভারত ও অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে আগামী বৃহস্পতিবার।