অস্ট্রেলিয়ার প্রধান ফাস্ট বোলার হলেন মিচেল স্টার্ক। যার অনুপস্থিতি বাংলাদেশ – ভারত সফরে হাড়ে হাড়ে টের পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এখন অস্ট্রেলিয়ার জন্য সুসংবাদ হল প্রায় তিন মাস ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে শতভাগ ফিট ২৭ বছরের এই ফাস্ট বোলার। আগামী শুক্রবার নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার জন্য দলে ডাক পেয়েছেন এই তারকা বোলার। তিন মাসে আগে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন দেশের হয়ে এবং সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার এই তারকা বোলার পায়ের ইনজুরির কারণে তিন মাস দলের বাহিরে ছিলেন এখন তিনি সফল ভাবে ট্রিটমেন্টের মাধ্যমে তা রিকভার করেছেন। অস্ট্রেলিয়ার জন্য এটা সুখবর বটেই সামনের নভেম্বরে শুরু হওয়া অ্যাশেজ সিরিজে তাকে দলে ফিরে পাবে অজি বাহিনী। অস্ট্রেলিয়ার বোলিং কোচ নিশ্চিত করেছেন মিচেল স্টার্ক খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত তাছাড়া জোস হ্যাজেলউডও ইনজুরির কারণে দলের বাহিরে ছিলেন তিনও এখম শতভাগ ফিট। অ্যাশেজ সিরিজের আগে তিনিও ফ্রাস্ট ক্লাস ক্যারিয়ারে প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং নিজেকে আরো প্রস্তুত করে নিবেন জাতীয় দলের হয়ে খেলার জন্য এমনটা জানান অস্ট্রেলিয়ার বোলিং কোচ। তিনি আরো বলেন এটা খুব দারুণ খবর অস্ট্রেলিয়া টিমের জন্য যে আমরা আমাদের ফাস্ট বোলারদের দলে ফির পেয়েছি। এটা সবার জন্য ভাল কিছু হতে চলছে। এদিকে, মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নাথান লায়ন তৈরি আছেন ব্রিসবেনে প্রথম টেস্ট খেলার জন্য। বোলিং কোচ ‘সাকের’ আরো বলেন, জেমস প্যাটিনসন ইনজুরির জন্য খেলবে কিনা এখনো নিশ্চিত নয়, দলের এই খারাপ সময়ে সে এখনো দলের বাহিরে আছে তবে আশা করি, তার অভাব পূরণ করবে আরেক তারকা বোলার জোস হ্যাজেলউড। এবং মিচেল স্টার্ক অবশ্যই ভাল কিছু করে দেখাবে আমাদের জন্য। সবমিলিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান তারকা বোলার মিচেল স্টার্ক ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবে এই জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অনেক খুশি। কেননা খুব বাজে সময় পার করে আসছে তারা। এশিয়া সফরে একদম নিজেদের জাত চেনাতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ ১-১ এ ড্র। ইন্ডিয়ার সাথে ওয়ানডে সিরিজে ৪-১ এ বড় ব্যবধানে পরাজয়, যা অস্ট্রেলিয়ার নামের পাশে এই রকম পরিসংখ্যান মানায় না তাই সব মিলেয়ে খারাপ সময় পার করছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এই সময় তাদের তারকা বোলার মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নাথান লায়নকে দলে পেয়ে খুশি হওয়ারই কথা। সব মিলিয়ে নভেম্বরে অ্যাশেজ সিরিজে শক্তিশালী দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে স্মিথ বাহিনী।