কাঠুয়া ধর্ষণ কান্ডের সঙ্গে নিজের মিলের দাবী জানালেন শামী পত্নী,

জম্মু-কাশ্মীরের কাঠুয়া কান্ড নিয়ে এই মুহুর্তে উত্তাল গোটা ভারত। সকলেই সিটিয়ে রয়েছেন ঘটনার বিভৎসতায়। বুদ্ধিজীবী থেকে বিভিন্ন স্তরের সেলিব্রিটিরা প্রতিবাদে মুখ খুলেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামীর স্ত্রী হাসিন জাহান। তবে একদম অন্য রকমভাবে। মহম্মদ শামীর স্ত্রী কাঠুয়া কান্ডের সঙ্গে তুলনা টানলেন নিজের। সেই সঙ্গে কাঠুয়া কান্ডের নির্যাতিতা আসিফার স্মরণে এবং ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় মোমবাতি মিছিলেও পা মেলালেন তিনি। মোমবাতি মিছিলে হাঁটতে হাঁটতেই সংবাদমাধ্যমের কাছে অদ্ভূত দাবি জানালেন এই তারকা পত্নী। নিজের সঙ্গে আসিফার মিল টেনে এনে সংবাদমাধ্যমকে জানালেন “তাদের চরম শাস্তি দেওয়া উচিৎ যারা দোষী। একই ধরণের নৃশংসতার আমিও শিকার। এত অত্যাচারের পরও আমি কিন্তু মারা যাই নি”

কাঠুয়া ধর্ষণ কান্ডের সঙ্গে নিজের মিলের দাবী জানালেন শামী পত্নী, 1

এরপর বিস্ফোরণ ঘটিয়ে তার দাবী, “ ধর্ষণ করে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল আমাকেও”। ৮ বছরের আসিফার সঙ্গে অদ্ভূতভাবে নিজেকে মেলাচ্ছেন তিনি। শামির কঠোর শাস্তির দাবী করে তিনি জানান, “ আমি লড়াই চালিয়ে যাচ্ছি দু’মাস ধরে”। প্রসঙ্গত গত দু মাস আগে শামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, অনিয়ন্ত্রিত যৌনতা, শারীরিক ও মানসিক অত্যাচার, ম্যাচ গড়পেটাসহ একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন। যার ফলে এই জোরে বোলারকে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তদন্তের মুখেও। তবে এদিন যা দাবী করেছেন তা শুনে হতবাক পরিচিত মহল। হাসিনের মানসিক সুস্থতা সম্বন্ধেও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

কাঠুয়া ধর্ষণ কান্ডের সঙ্গে নিজের মিলের দাবী জানালেন শামী পত্নী, 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *