<img src="https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2018/03/1-38.jpg" alt="" width="960" height="540" class="aligncenter size-full wp-image-144812" /
শামীর পক্ষে স্বস্তি বলা যাবে কি একে? নাকি শামী যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছে? আপাতত শামী খানিকটা নিশ্চিন্ত বোধ করতে পারেন যে তার পাশে দাঁড়ালেন হাসিনের বড় মেয়ে। হাসিন নিজের স্কুল জীবনের প্রেম বীরভূমের সঈফুদ্দিনকে বিয়ে করেছিলেন ২০০২ সালে। তার প্রথম পক্ষের এই বিয়ে থেকে দুই মেয়েও রয়েছে তার। প্রাক্তন স্বামী সঈফুদ্দিন বীরভূমে সামান্য মুদিখানার দোকান চালান। তার সঙ্গে আট বছর সংসার করার পরেই ঘর ছেড়েছিলেন হাসিন। এমনকী দুই কন্যাকেও ছেড়ে চলে আসেন হাসিন। হাসিনের সেই দুই মেয়ের মধ্যে বড় মেয়ে কার্যত স্পষ্ট জানিয়ে দিলেন হাসিন নন, নির্দোষ শামী। হাসিনের আগের পক্ষের বড়ও মেয়ে এক সংবাদমাধ্যমের কাছে খুব স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, “আমার মা ভীষণ কঠিন চরিত্রের মহিলা। প্রথম থেকেই উনি ভীষণ উচ্চাকাঙ্খী। প্রচন্ড স্বাধীনচেতা মহিলা। এই মুহুর্তে মা যতই বাইরে থেকে কাঠিন্য বজায় রাখুন না কেন, আসলে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন”।
প্রসঙ্গত প্রথম পক্ষের বড়ো মেয়ের বয়েস যখন পাঁচ বছর ছিল তখনই সঈফুদ্দিন এবগ তাকে ছেড়ে চলে আসেন হাসিন। সেই বড়ো মেয়ের কি ধারণা নিজের সৎ বাবা শামীর প্রতি? হাসিনের প্রথম পক্ষের বড়ো মেয়ে খুশবু সংবাদমাধ্যমের ওই প্রশ্নের জবাবে বলেন, “অতীতে আমাদের সবসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শামী পাপা। প্রত্যেকবার উৎসবের সময় বাড়িতে এসে উপহার দিয়ে যেতেন। উনি আমাদের ছুটিতেও ঘুরতে নিয়ে যেতেন। আমাদের শামী পাপা নিজেদের পরিবারের অংশ হিসেবেই মেনে নিয়েছিলেন”। সেই সঙ্গে খুশবু আরও বলেন, “ নিজের সন্তানের মতোই আমাকে আর আমার বোনকে ভালোবাসেন উনি। মানুষ হিসেবেও ভীষণ ভালো উনি। শামী পাপার জন্য অদূর ভবিষ্যতে আরও কী কী সমস্যা অপেক্ষা করছে সেটা ভেবেই ভীষণ খারাপ লাগছে।
অনেক কষ্ট করে উনি বর্তমানে এই জায়গায় পৌঁছেছেন”। খুশবু শামী হাসিন সম্পর্ক নিয়ে জানিয়েছেন যে, শামী এবং হাসিন পরস্পরকে ভালোবাসেন। কিন্তু এখন এই অবস্থায় কেন পৌঁছেছে তাদের সম্পর্ক তা ভীষণই রহস্যজনক। প্রসঙ্গত শামীর বিরুদ্ধে হাসিনের এমন অভিযোগের পর বহু মানুষকেও পাশে পেয়েছেন শামী। এখন নিজের সৎ মেয়েকে পাশে পাওয়ায় তার ভরসা অনেকটাই বাড়বে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।