আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০১৯: বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত

সম্প্রতি ঘোষিত হল আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের সময় সূচী। ওই সময়সূচি অনুযায়ী ভারত তাদের প্রথম ম্যাচই খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৯ এর ৪ জুন। শুধু বিশ্বকাপের সফরসূচি প্রকাশিত হয়েছে তা নয়, ২০১৯ আইপিএলের সময়সূচিও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। সাধারণত আইপিএল শুরু হয় এপ্রিল মাস থেকে। তবে আগামি বছর এই ভারতীয় ঘরোয়া পেশাদার লিগটি চালু হবে ২৯ মার্চ থেকে এবং চলবে ১৯ মে পর্যন্ত। আইপিএলের সময়সূচী বদলানোর কারণেই ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতের হাতে থাকছে মাত্র ১৬ দিন। সম্প্রতি প্রকাশ হওয়া ওই সময়সূচি প্রকাশ নিয়ে টুইটারে পোষ্ট করছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শমীক চক্রবর্তী। নিজের টুইহ্যান্ডেলে ওই সাংবাদিক লেখেন, “ভারত ২০১৯ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে চার জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আইপিএল ২০১৯ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত”।

আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০১৯: বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত 1

এছাড়াও আইসিসির ফিউচার প্রোগ্রামিং টুর অনুযায়ী ভারত মোট ১৯টি টেস্ট ম্যাচ খেলবে তাদের ঘরের মাঠে ২০১৯-২০২৩ এফটিপি অনুযায়ী। যা নিয়েও চক্রবর্তী পোষ্ট করেছেন টুইটারে। নিজের টুইটার হ্যান্ডেলের পোষ্টে তিনি লেখেন, “ ২০১৯-২০২৩ এফটিপি সময় সূচিতে ভারত ঘরের মাঠে মোট ১৯টি টেস্ট খেলবে”। প্রসঙ্গত আগামি বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার চেয়ে অতীতে আইসিসির বহুদেশীয় প্রতিযোগিতাগুলিতে ভালো প্রদর্শন করেছে ভারতীয় দল। সম্প্রতি ২০১৭য় ইংল্যন্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারত দক্ষিণ আফ্রিকাকে হারায়। এছাড়াও ২০১৫ অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। মজার ব্যাপার হল দক্ষিণ আফ্রিকা শেষেবার আইসিসির বহুদেশীয় প্রতিযোগিতায় ভারতকে হারিয়েছে ২০১১র বিশ্বকাপে। অন্যদিকে ২০১৭য় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহেন্দ্র সিং ধোনি এবং তার তরুণ ব্রিগেড দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়েই এই টুর্নামেন্ট নিজেদের কব্জায় আনেন যা ইংল্যান্ডেই অনুষ্ঠিত হয়েছিল।

আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০১৯: বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *