আইপিএল ২০১৮: চোট পেয়ে দু সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই সিএসকে বোলার 1

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে ভিভো আইপিএলের একাদশ সংস্করণ থেকে দু সপ্তাহের জন্য বাইরে চলে গেলে চেন্নাই সুপার কিংসের জোরে বোলার দীপক চহের। সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এ খবর নিশ্চিত করেছেন। চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাইয়ের ম্যাচটি পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসনের মাঠে অনুষ্ঠিত হওয়ার পরই সিএসকের তরফে ওই বিশেষ ঘোষণাটি করা হয়েছে। দু বল বাকি থাকতেই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটি আট উইকেটে জিতে নেয় মুম্বাই। চলতি টুর্নামেন্টে হারের রাস্তায় থাক মুম্বাই ইন্ডিয়ান্সের এই জয়টি ভীষণরকমভাবে দরকার ছিল এবং এই রকম শক্তিশালী একটি দলের বিরুদ্ধে জয় পাওয়ায় বাকি টুর্নামেন্টের জন্য নিশ্চিতভাবেই তাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। চেন্নাইয়ের ২৪ বছর বয়েসী বোলার দীপক মুম্বাই ইনিংসের তৃতীয় ওভারে হ্যামস্ট্রিং চোট পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হন এবং বাকি ম্যাচের জন্য তিনি আর মাঠে ফিরে আসতে পারেন নি।
আইপিএল ২০১৮: চোট পেয়ে দু সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই সিএসকে বোলার 2
এখনও পর্যন্ত চহের দু বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্মেন্স দিয়েছেন এই মরশুমে। চেন্নাইয়ের হয়ে ৬টি ম্যাচে ছটি উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং সানরাইজার্সের বিরুদ্ধে, ওই ম্যাচে তিনি নির্ধারিত চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। চেন্নাইয়ের হয়ে ছটি উইকেট তুলে নেওয়ায় তার ইকোনমি ছিল ২৩.17। প্রসঙ্গত এই প্রতিযোগিতার শুরুর থেকেই চোট আঘাতের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে চেন্নাই। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আঘাত পেয়ে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার কেদার যাদব। আঘাত নিয়েও উদ্বোধনী ম্যাচে তার নায়োকচিত পারফর্মেন্সের জন্যই ওই ম্যাচ জেতে চেন্নাই।
আইপিএল ২০১৮: চোট পেয়ে দু সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই সিএসকে বোলার 3
অন্যদিকে আহত থাকার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেন নি সুরেশ রায়নাও। যদিও ঠিক সময়ে সুস্থ হয়ে যান তিনি। পরের তিনটি ম্যাচে প্রথম একাদশেও আসেন তিনি। আপাতত এই প্রতিযোগিতায় যথেষ্টই ব্যতিক্রমী পারফর্মেন্স করেছে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় হাসিল করেছে তারা। মুম্বাইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাদের হারের ফলে এই জয়ের ধারা ব্যহত হয়েছে চেন্নাইয়ের।
আইপিএল ২০১৮: চোট পেয়ে দু সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই সিএসকে বোলার 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *