আইপিএলের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের চার ক্রিকেটার। এই চার ক্রিকেটারের মধ্যে একজন হলে চেন্নাই সুপার কিংসের জোরে বোলার মার্ক উড। এখনও পর্যন্ত চলতি আইপিএলে একটিই মাত্র ম্যাচে প্রথম একাদশে ছিলেন তিনি। চলতি মরশুমে ওয়াঙ্খেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম এবং একমাত্র ম্যাচ খেলেন এই ইংলিশ ক্রিকেটার। ঐ ম্যাচে চার ওভার বোলিং করে একটিও উইকেট না নিয়ে ৪৯ রান দেন তিনি। ফলে ওই ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের হয়ে আর একটিও ম্যাচে দলে জায়গা পান নি তিনি।
এখন দেশে ফিরে যাচ্ছেন তিনি। উড দেশে ফিরে যাচ্ছেন ডারহ্যামের হয়ে খেলার জন্য যাতে ইংল্যান্ডের ঘরের মাঠে আসন্ন দুই সিরিজে দলে জায়গা পান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে নিজের দেশে ফিরে যাওয়া নিয়ে একটি পোষ্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, “ ইংল্যান্ডের গ্রীষ্মের মরশুমে হতে চলা ক্রিকেটের জন্য আমি ইংল্যান্ড ফিরে যাওয়ার মনস্থির করেছি। দলের ফেরার জন্য আমাকে যথেষ্ট মেহনত করতে হবে কারণ এখন আমি সিএসকের দলে খেলছি না, তাই আমি দেশে ফিরে ডারহ্যামের হয়ে খেলে টেস্ট দলে নির্বাচিত হওয়ার আশা করছি”।
ইংল্যান্ডের হয়ে উড শেষ টেস্ট খেলেন এ বছরের গোড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যেখানে তিনি সিরিজের দ্বিতীয় টেস্টে ৫২ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে নিজের অলরাউন্ডার পারফর্মেন্স করে নিজের প্রথম টেস্ট হাফসেঞ্চুরিও করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্ট ড্র হলেও ওই সিরিজ ০-১ ফলাফলে হেরে যায় ইংল্যান্ড। প্রসঙ্গত মার্ক উড ছাড়াও আরও তিন ইংলিশ ক্রিকেটার আইপিএল মাঝ পথে ছেড়েই দেশে ফিরে যাচ্ছেন পাকিস্থানের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতির জন্য। ওই তিন ক্রিকেটার হলেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস, এবং আরসিবির দুই ক্রিকেটার মইন আলি এবং ক্রিস ওকস। এই চার ক্রিকেটারকেই অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়ে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওই চার ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে কারণ ইংল্যান্ড পাকিস্থানের বিরুদ্ধে ২টি টেস্টের সিরিজ খেলবে, যার প্রথম টেস্ট শুরু হতে চলেছে আগামি ২৪ মে লর্ডসে। ফলে ওই চার ক্রিকেটারকে আগামি ১৭ মে মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি। পাকিস্থানের পর ভারতের সঙ্গে লম্বা সিরিজ খেলবে ইংল্যান্ড। ফলে তার জন্যও ইংল্যান্ড ক্রিকেটারদের প্রস্তুতির জন্য দেশে ফেরার নির্দেশ জারি হয়েছে।
আইপিএল মাঝ পথেই ছেড়ে যাচ্ছেন মার্ক উড, কেন অন্যদের চেয়ে আগে যাচ্ছেন কারণ জানালেন ইনস্টাগ্রামে
