আর মাত্র দেড় মাস বাকি আইপিএল শুরুর। এই মুহুর্তে স্ট্রাটেজি বানাতে শুরু করে দিয়েছে সমস্ত ফ্রেঞ্চাইজিই। কিন্তু দুই অস্ট্রেলিয়ান প্লেয়ার খেলতে পারবেন না আইপিএলের প্রথম ম্যাচ। তারা হলেন কিংস ইলেনভেনের অ্যারন ফিঞ্চ এবং দিল্ল ডেয়ারডেভিলসের গ্লেন ম্যাক্সওয়েল। কিংস ইলেভেনের অ্যারন ফিঞ্চ খেলতে পারবেন না কারণ তিনি তার দীর্ঘদিনের বান্ধব্বী অ্যামি গ্রিফিথসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অন্যদিকে ম্যাক্সওয়েল আসতে পারবেন না কারণ এই বিয়েতে ফিঞ্চের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনিও উপস্থিত থাকবেন। দিল্লি এবং পাঞ্জাবের প্রথম ম্যাচ খেলা হলে ৮ই এপ্রিল। ওইদিন দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একে অপরের মুখোমুখী হবে এই দুই দল। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলীয় অ্যারণ ফিঞ্চ জানিয়েছেন, “ আমি এদিনই আইপিএলের খেলার সূচি দেখেছি। নিজের বিয়ে মিস করার কোনো প্রশ্নই ওঠে না।
ক্রিকেটের থেকে অ্যামিকে ছাড়াটা একটু বেশিই শক্ত”। কিংস ইলেভেনের দ্বিতীয় ম্যাচ ১৩ই এপ্রিল, তা খেলার জন্য হাজির থাকবেন ফিঞ্চ। ফিঞ্জ জানিয়েছেন যে এটা তার পক্ষে ভীষণই ভাল যে প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে অনেকটাই টাইম গ্যাপ রয়েছেন। ফলে তাকে বেশি ম্যাচ মিস করতে হবে না। প্রসঙ্গত দিল্লি এবং পাঞ্জাবের দুই হেড কোচই অস্ট্রেলিয়ান। ব্র্যাড হজ এবং রিকি পন্টিং। ফলে এই দুজনের ছুটি পেতে কোনো অসুবিধাই হয় নি। ফিঞ্চ জানিয়েছেন যে দিল্লির কোচ হজ তার বেশ ভাল বন্ধ তাই তার ছুটি পেতে অসুবিধাই হয় নি। এবং তিনি আইপিএলে নিজেকে প্রমান করার জন্য মুখিয়ে রয়েছেন।