“অবসর নিয়ে নাও…” ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ব্যার্থ হলেন বাবার, সমাজ মাধ্যমে পড়লেন ট্রোলের মুখে !! 1

Babar Azam: মুলতান টেস্টে দুরন্ত পারফর্মেন্স দেখালো ইংল্যান্ড দল। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হাজির হয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টের কথা বলতে গেলে মুলতানে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্ট ম্যাচেই একাধিক রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড দল। পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে দলের হয়ে তিনজন শত রান হাকিয়েছেন। সর্বাধিক ১৫১ রান বানিয়েছেন ক্যাপ্টেন সান মাসুদ। পাশাপাশি ওপেনার আবদুল্লাহ শফিক যিনি ব্যাট হাতে ১০২ রানের একটি ইনিংস খেলেছিলেন এরপর শেষের দিকে আগা সালমানের ব্যাট থেকে এসেছিল ১০৪ রান।

প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে পাকিস্তানের মোট সংগ্রহ ছিল ৫৫৬ রান এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে ইংল্যান্ড দল। জ্যাক ক্রোওলি ৮৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেন, ৩৭৫ বলে ২৬২ রানের ইনিংস খেলেন রুট এবং ৩২২ বলে ২৯টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৩১৭ রান বানান হ্যারি ব্রুক। ১৫০ ওভার ব্যাটিং করে পাকিস্তান ৮২৩ রান বানাতে সক্ষম হয়।

দ্বিতীয় ইনিংসে ব্যার্থ বাবার আজম

Babar Azam
Babar Azam | Image: Twitter

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ (১৫) রানে আউট হতেই পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম টেস্টে তার শোচনীয় রান অব্যাহত রেখেছেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে ২৫৭ রানে পিছিয়ে থাকায় পাকিস্তানের বড় স্কোর করতে বাবরের খুব প্রয়োজন ছিল তবে তিনি নিতান্তই ব্যার্থ হয়েছে এবং ২৯ রানে দুই উইকেট হারিয়ে ফেলে।

যাইহোক, প্রথম ইনিংসে মাত্র ৩০ রান করার পর তিনি আবারও তার ভক্তদের হতাশ করেছেন। দ্বিতীয় ইনিংসে গাস অ্যাটকিসনের বলে স্টাম্পের পিছনে উইকেটরক্ষক জেমি স্মিথের কাছে সহজ একটি ক্যাচ তুলে দেন বাবার (Babar Azam)। বাবার আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Babar Azam: আচমকাই ইউ-টার্ন নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড, নেতার আসনে ফের বসছেন বাবর আজম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *