“আমার ছেলে নিরাপদ নয়…” বোর্ডের উপর তোপ দাগলেন সঞ্জুর পিতা, করলেন এই মন্তব্য !!

গত শনিবার ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সাংবাদিক বৈঠক করে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ও চলমান ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ওডিআই ফরম্যাটের জন্য স্কোয়াড প্রকাশ করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা হলেও ওডিআই দল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। ভারতীয় দলের […]

Cricket News Update Today (ক্রিকেটের আজকের সর্বশেষ আপডেট)

ক্রিকেটের খবর জানতে চান? কোথায় কোন কোন দলের মধ্যে লড়াই চলছে সেই বিষয়ে অবগত হতে চাইছেন? উত্তরটা খুবই সহজ। স্পোর্টসউইকি’তে (Sportzwiki) নজর রাখলে এই সব খবর এক নিমেষে চলে আসবে আপনার হাতের মুঠোয়। ক্রিকেট নিয়ে ভারতীয় জনতা সবসময়ই পাগল। তাই Today Cricket News থেকে শুরু করে চলতি আইপিএলের খবর সবই পেয়ে যাবেন এখানে। ব্যস্ততার জীবনে আমরা অনেকেই cricket today update দেখার সময়টা পাই না। কিন্তু এখানে cricket news update today, cricket top stories সহ প্রতিটা ম্যাচের সুচারু রূপ তুলে ধরে হয়। এর পাশাপাশি এখানে বিদেশী cricket news update এবং ভারতীয় দলের cricket top news পাবেন। সব থেকে বড় বিষয় হল, স্পোর্টসউইকিতে শুধু ক্রিকেটের ফলাফল নয়, পাবেন তার থেকেও অনেক বেশি।

ক্রিকেটের প্রতি যাদের টান বেশি তাদের জন্য রয়েছে cricket latest updates ও cricket news যেখানে খেলার সর্বোচ্চ ফর্ম্যাটের যাবতীয় খবর পেয়ে যাবেন এক লহমায়। সব মিলিয়ে cricket top stories তথা ক্রিকেটের আপামর সম্ভারের খোঁজ করলে প্রথম পছন্দ এটাই হওয়া উচিত অবশ্যই। খেলা মানেই ক্রিকেট, আর ক্রিকেট মানেই Sportzwiki.

ক্রিকেটের সর্বশেষ খবর প্রশ্ন-উত্তর (Cricket News FAQs)

ভারতের জনপ্রিয়তম খেলার নাম কি?

ভারতের সবথেকে জনপ্রিয় খেলা হল ক্রিকেট।

বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ কোনটা?

আইপিএল (IPL) হল বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট কোনটি?

টি-২০ হল ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট।

কোন ব্যাটসম্যানকে বিশ্বের সেরা বলা হয়?

ভারতের বিরাট কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা দেওয়া হয়।