পরাজয়ের ডবল হ্যাটট্রিকের শোক কাটিয়ে এবার জয়ের হ্যাটট্রিকের খুশি উপভোগ করছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের ও RCB দলের প্রাক্তন ক্যাপ্টেন কোহলি চলতি আইপিএলে (IPL 2024) দুরন্ত ফর্মে রয়েছেন, গতকাল গুজরাট টাইটান্স’ দলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। ১৫৫.৫৬ স্ট্রাইক রেটে ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কার সহযোগে বিরাট বানিয়েছেন ৪২ রান। তবে চলতি মরশুমে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে বেশ প্রশ্ন তুলেছেন ক্রিকেটাররা।
সমালোচকদের জবাব দিলেন কোহলি

আপাতত আইপিএলের ৫২তম ম্যাচের পর ১১ ইনিংসে ৫৪২ রান বানিয়ে অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli), পাশাপশি এই সিজিনে ১৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তবে তার এই স্ট্রাইক রেটে রান বানানোর পরও ধারাভাষ্যকারদের থেকে সমালোচিত হতে হচ্ছে। তবে এমন সমালোচনা মেনে নিতে পারেননি কোহলি। গত ২৮ এপ্রিল গুজরাটের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।
ম্যাচ শেষে সমালোচকদের উদ্যেশ্যে কোহলি মন্তব্য করে বলেন, “যেসব লোক স্ট্রাইক রেট এবং যারা বলেন আমি স্পিন ভালো খেলতে পারি না তাদের জন্যই এই পরিসংখ্যান (৪৪ বলে ৭০ রান)। আমার কাছে দলের জয়টাই আসল, আমি গত ১৫বছর ধরেই এমনটা করে আসছি। আমি জানি না আপনার কখনও এমন পরিস্থিতির মুখে পড়েছেন কিনা, দিনের পর দিন এটাই করে আসছেন। বক্সে বসে ম্যাচ নিয়ে এসব কথা বলছেন।“
কোহলিকে পাল্টা আক্রমণ করলেন গাভাস্কার

অন্যদিকে গাভাস্কার কোহলির দেওয়া বয়ানে মেজাজ হারিয়েছেন। তিনি জানিয়েছেন, “যখন ওনার স্ট্রাইক রেট মাত্র ১১৮ ছিল তখন ধারাভাষ্যকাররা প্রশ্ন তুলেছিল। আমি জানি না কে বা কারা এই কথা বলেছেন, তবে আপনি একজন ওপেনার। ১৪-১৫ ওভার খেলার পর আপনার স্ট্রাইক রেট ১১৮ থাকাটা শোভা পায়না। এবার এই অবস্থায় যদি কেউ আপনার প্রশংসা করেন সেটি ভিন্ন বিষয়।“
কোহলি প্রায়শই বলে থাকেন বাইরের কথার তিনি তোয়াক্কা করেননা। এবিষয়ে মন্তব্য করে তিনি জানান, “এনারা সবাই বলেন মাঠের বাইরের আলোচনায় বেশি গুরুত্ব দিই না, তাহলে মাঠের বাইরে কি আলোচনা হচ্ছে সেটার জবাব দিচ্ছেন কেন ? আমরা সবাই অল্প ক্রিকেট খেলেছি, খুব বেশি নয়! আমাদের কোনো অ্যাজেন্ডা নেই। আমরা যা দেখি, সেটাই বলি। আমাদের কোনো পছন্দ বা অপছন্দ নেই। যদি তেমন কিছু থেকে থাকলেও মাঠে যেটা হচ্ছে সেটাই আলোচনা করা হয়।“
এমনকি স্টার স্পোর্টস কোহলির ধারাভাষ্যকারদের নিয়ে বলা বয়ান বারবার টেলিকাস্ট করছে স্টার স্পোর্টস। ক্ষিপ্ত হয়ে গাভাস্কার বলেছেন, “একজন স্টার স্পোর্টসের ধারাভাষ্যকারকদের হেয় করছেন, তার সাক্ষাত্কারটি আগেও এই চ্যানেলে দেখানো হয়েছে, এখনও দেখানো হচ্ছে, সম্ভবত অর্ধ-ডজন বার এটি দেখানো হয়েছে। আমার মনে হয় স্টার স্পোর্টসেরও বোঝা উচিত।“