আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বহুল প্রচলিত। এর আগে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-আইসিসি আয়োজিত সাদা বলের দুই টুর্নামেন্টই আয়োজন করেছে তারা। তবে আমেরিকার মাটিতে প্রথমবার কোনো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে এবার। নিউ ইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা-মার্কিন মুলুকের তিন প্রান্তের তিন শহরকে চিহ্নিত […]
মিচেল স্যান্টনার (Mitchell Santner)
মিচেল স্যান্টনার (Mitchell Santner)-
নিউজিল্যান্ড দলের নিয়মিত ক্রিকেটার মিচেল স্যান্টনার (Mitchell Santner)। বাম হাতি অর্থোডক্স স্পিনার হিসেবে বিশ্বে সমাদৃত তিনি। ২০১৪-১৫ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম্যান্সের সুবাদে দ্রুত জাতীয় দলের ডাক পান তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৫-এর জুন মাসে (Mitchell Santner Debut)। ড্যানিয়েল ভেত্তরির পর বাম হাতি স্পিনারের যে শূন্যতা তৈরি হয়েছিলো নিউজিল্যান্ড শিবিরে তা অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছিলেন স্যান্টনার। বিশেষত সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা হিসেবে নিজেকে কেরিয়ারের গোড়ার দিকেই প্রতিষ্ঠা করেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি। প্রায় একদশক ধরে তিন ফর্ম্যাটেই ব্ল্যাক ক্যাপসদের হয়ে নিয়মিত মাঠে নামছেন। স্যান্টনার জাতীয় দলের হয়ে জিতেছেন ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এছাড়াও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ ও ২০২১-এর টি-২০ বিশ্বকাপেও রানার্স-আপ হয়েছেন তিনি।
বাংলায় মিচেল স্যান্টনারের বায়োগ্রাফি (Mitchell Santner Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | মিচেল জোসেফ স্যান্টনার |
ডাকনাম | স্লিঙ্কি, ফ্ল্যাট লাইন |
জন্মস্থান | হ্যামিল্টন, নিউজিল্যান্ড |
জন্মতারিখ | ৫ ফেব্রুয়ারি, ১৯৯২ |
উচ্চতা | ৬ ফিট ২ ইঞ্চি (১৮৭ সেন্টিমিটার) |
চোখের মণির রং | গাঢ় বাদামি |
জাতীয় দল | নিউজিল্যান্ড |
আইপিএল দল | চেন্নাই সুপার কিংস |
জার্সি নম্বর | ৭৪ |
ব্যাটিং-এর ধরণ | বাম হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | বাম হাতি অর্থোডক্স স্পিনার |
ক্রিকেটীয় ভূমিকা | বোলার |
স্ত্রী -র নাম | কেটলিন ডোডুনস্কি |
সন্তানের নাম | ইজি ইসমে স্যান্টনার |
রাশিচিহ্ন | কুম্ভ |
শখ | গলফ্ |
পঠনপাঠন | হ্যামিল্টন বয়েজ হাইস্কুল |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @mitchsantner |
ফেসবুক প্রোফাইল | @mitchellsantnernz |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @MitchellSantner |
মিচেল স্যান্টনারের আন্তর্জাতিক অভিষেক (Mitchell Santner International Debut)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ২৭/১১/২০১৫ | অস্ট্রেলিয়া | অ্যাডিলেড |
ওয়ান ডে | ০৯/০৬/২০১৫ | ইংল্যান্ড | বার্মিংহ্যাম |
টি-২০ | ২৩/০৬/২০১৫ | ইংল্যান্ড | ম্যাঞ্চেস্টার |
মিচেল স্যান্টনারের কেরিয়ার পরিসংখ্যান (Mitchell Santner Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ | বোলিং গড় | ইকোনমি রেট | ইনিংস ৫ উইকেট | ম্যাচে ১০ উইকেট | রান |
Test | ২৬ | ৫৩ | ৩/৩৪ | ৩৯.২৪ | ২.৭৪ | ০০ | ০০ | ৮০৪ |
ODI | ১০৪ | ১০৭ | ৫/৫০ | ৩৭.০০ | ৪.৮৭ | ০২ | ০০ | ১৩৫৫ |
T20i | ১০৪ | ১১৫ | ৪/১১ | ২২.০২ | ৭.০৫ | ০০ | ০০ | ৬৭৫ |
IPL | ১৮ | ১৫ | ২/১৩ | ২৮.১৩ | ৬.৯২ | ০০ | ০০ | ৭০ |
FC | ৬১ | ১১৩ | ৫/৫১ | ৪১.২৯ | ২.৮৭ | ০১ | ০০ | ২৬৯৪ |
List-A | ১৩৪ | ১৪৪ | ৫/৫০ | ৩৪.৫৬ | ৪.৭৩ | ০২ | ০০ | ২০৭০ |
T20 | ১৯৬ | ১৯৯ | ৪/১১ | ২৩.৯০ | ৭.০০ | ০০ | ০০ | ২২১৩ |
যে দলগুলির হয়ে খেলেছেন মিচেল স্যান্টনার (Mitchell Santner Teams in Bengali)-
নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড-এ, নিউজিল্যান্ড একাদশ, নিউজিল্যান্ড ক্রিকেট একাদশ, নিউজিল্যান্ড মাস্টারস, ডার্বিশায়ার, ওরসেস্টার, ওরসেস্টার দ্বিতীয় একাদশ, নর্দার্ন ডিস্ট্রিক্ট ,নর্দার্ন ডিস্ট্রিক্ট-এ, নর্দার্ন ডিস্ট্রিক্টস অনুর্দ্ধ-১৯, বার্বাডোজ ট্রাইডেন্টস, চেন্নাই সুপার কিংস, টেক্সাস সুপার কিংস, সাদার্ন ব্রেভ (মেন)।
মিচেল স্যান্টনার রেকর্ড ও কৃতিত্বসমূহ (Mitchell Santner Records and Achievements)-
- ওডিআই ইতিহাসে কোনো রান না খরচ করেই একাধিক উইকেট নেওয়ার নজির রয়েছে মিচেল স্যান্টনারের। একমাত্র অ্যান্ডি বিখেলের এই কৃতিত্ব রয়েছে স্যান্টনার ছাড়া। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অকল্যান্ডে দুই বল হাত ঘুরিয়ে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি (Mitchell Santner Achievements)।
- পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ উইকেটশিকারী স্যান্টনার।
- নিউজিল্যান্ডের হয়ে সপ্তম উইকেটের জুটিতে সর্বচেয়ে বেশী রান স্কোরবোর্ডে যোগ করার নজির গড়েছেন তিনি। বিজে ওয়াটলিং-এর সাথে জুটিতে ২৬১ রান যোগ করেছিলেন স্যান্টনার।
মিচেল স্যান্টনার নেট ওয়ার্থ (Mitchell Santner Net Worth in Bengali)-
- আইপিএল ২০২৪- ১.৯০ কোটি টাকা
- মোট নেট ওয়ার্থ- ৪০ কোটি টাকা ( আনুমানিক ৫ মিলিয়ন মার্কিন ডলার)
মিচেল স্যান্টনার সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-
মিচেল স্যান্টনার আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপান।
মিচেল স্যান্টনারের স্ত্রী কেটলিন ডোডুনস্কি একজন ইকোলজিস্ট।
ক্রিকেট ছাড়া মিচেল স্যান্টনারের প্রিয় খেলা গলফ্।
মিচেল স্যান্টনারের কন্যার নাম ইজি ইসমে স্যান্টনার।
মিচেল স্যান্টনারের প্রিয় ব্যাটার মহেন্দ্র সিং ধোনি।