২০২৬-এর টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত ৮ দল, বাদ যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মত হেভিওয়েটরা !!

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বহুল প্রচলিত। এর আগে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-আইসিসি আয়োজিত সাদা বলের দুই টুর্নামেন্টই আয়োজন করেছে তারা। তবে আমেরিকার মাটিতে প্রথমবার কোনো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে এবার। নিউ ইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা-মার্কিন মুলুকের তিন প্রান্তের তিন শহরকে চিহ্নিত […]

মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)-

নিউজিল্যান্ডের মাস্টারটনে ১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell)। পরিবারে ক্রিকেটের চল ছিলোই। তাঁর বাবা মার্ক ব্রেওসয়েল নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় পরিচিতি কুড়িয়েছিলেন। এছাড়া তাঁর দুই কাকা ব্রেন্ডন ও জন এবং খুড়তুতো ভাই ডাগ ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলেছেন (Michael Bracewell Family)। পরিবারের বাকিদের মত মাইকেল’ও অল্প বয়স থেকেই ক্রিকেটের দিকে ঝোঁকেন। ২০১৮-১৯ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন দলের সাথে চুক্তিবদ্ধ হন তিনি। শুরুটা করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। কিন্তু যথেষ্ট সু্যোগ না পাওয়ায় ব্যাটিং অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তোলেন তিনি। ২০১৯-২০ মরসুমে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন। এরপর ২০২২ সালে ডাক আসে জাতীয় দলের। একই ক্যালেন্ডার বর্ষে তিন ফর্ম্যাটেই অভিষেক করেন তিনি (Michael Bracewell Debut)। ২০২৩ সালে সুযোগ পান আইপিএলে (IPL)। উইল জ্যাকসের বিকল্প হিসেবে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)।

বাংলায় মাইকেল ব্রেসওয়েলের বায়োগ্রাফি (Michael Bracewell Biography)-

সম্পূর্ণ নাম মাইকেল গর্ডন ব্রেসওয়েল
ডাকনাম মাইক
জন্মস্থান মাস্টারটন, নিউজিল্যান্ড
জন্মতারিখ ১৪ ফেব্রুয়ারি, ১৯৯১
উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল নিউজিল্যান্ড
আইপিএল দল
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি অফ ব্রেক
ক্রিকেটীয় ভূমিকা অলরাউন্ডার
স্ত্রী -র নাম লরেন র‍্যালস্টোন
সন্তানের নাম লেনক্স ব্রেসওয়েল
রাশিচিহ্ন কুম্ভ
শখ
পঠনপাঠন ক্যাভেনাহ কলেজ, ডুনেডিন
ইন্সটাগ্রাম প্রোফাইল @mikebracewell
ফেসবুক প্রোফাইল @Michael Bracewell
ট্যুইটার (X) হ্যান্ডেল @braceyourself10

মাইকেল ব্রেসওয়েলের আন্তর্জাতিক অভিষেক (Michael Bracewell International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১০/০৬/২০২২  ইংল্যান্ড নটিংহ্যাম
ওয়ান ডে ২৯/০৩/২০২২ নেদারল্যান্ডস মাউন্ট মঙ্গানুই
টি-২০ ১৮/০৭/২০২২ আয়ারল্যান্ড বেলফাস্ট

মাইকেল ব্রেসওয়েলের কেরিয়ার পরিসংখ্যান (Michael Bracewell Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ০৮ ২৫৯ ৭৪* ১৯.৯২ ৫৭.০৪ ০০ ০১ ২৪
ODI ১৯ ৫১০ ১৪০ ৪২.৫০ ১১৮.৬০ ০২ ০০ ১৫
T20i ২২ ১৬৭ ৬১* ১৬.৭০ ১২৪.৬২ ০০ ০১ ২৪
IPL ০৫ ৫৮ ২৬ ২৯.০০ ১২৩.৪০ ০০ ০০ ০৬
FC ১০৬ ৫৫৮১ ১৯০ ৩২.২৬ ৫২.৮৩ ১১ ২৩ ৬১
List-A ১২৯ ৩৭৭৫ ১৪০ ৩৪.০০ ৯০.১৩ ০৪ ২৬ ৩৮
T20 ১৪১ ২৬৩৮ ১৪১* ২৮.৯৮ ১৩৩.৬৩ ০১ ১৫ ৬১

যে দলগুলির হয়ে খেলেছেন মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell Teams in Bengali)-

নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড অনুর্দ্ধ-১৯, ওটাগো, ওয়েলিংটন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সিয়াটল ওক্রাস।

মাইকেল ব্রেসওয়েল রেকর্ড ও কৃতিত্বসমূহ (Michael Bracewell Records and Achievements)-

  • ওডিআই ক্রিকেট ইতিহাসে সাত নম্বরে নেমে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে মাইকেল ব্রেসওয়েলের। হায়দ্রাবাদের ভারতের বিরুদ্ধে ১৪০ রান করে এই নজির গড়েছিলেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডেরই লুক রঞ্চি।
  • হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সপ্তম উইকেটের জন্য ভারতের বিরুদ্ধে মিচেল স্যান্টনারের সাথে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১৬২ রান। যা সপ্তম উইকেটের জুটিতে তৃতীয় সর্বোচ্চ রান।
  • একই ওডিআই সিরিজে ২৫০ রান ও ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell Achievements in Bengali)।
  • টি-২০ ইতিহাসে তৃতীয় সেরা বোলিং স্ট্রাইক রেট রয়েছে তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচ বলে ৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ১.৬৬। অর্থাৎ প্রতি ১.৬৬ বলে একটি করে উইকেট নিয়েছিলেন তিনি।

মাইকেল ব্রেওসয়েল নেট ওয়ার্থ (Michael Bracewell Net Worth in Bengali)-

ভারতীয় মুদ্রায় আনুমানিক- ১০ কোটি টাকা।

মাইকেল ব্রেওসয়েল সম্পত্তি ও গাড়ি সংগ্রহ (Michael Bracewell Assets and Car Collection in Bengali)-

  • নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তাঁর একটি দুই তলা প্রাসাদপম বাড়ি রয়েছে। যার বাজারমূল্য ২ মিলিয়ন ডলারের কাছাকাছি।
  • গাড়ি পছন্দ করেন মাইকেল ব্রেওসয়েল। তাঁর গ্যারাজে রয়েছে একটি বিএমডব্লু, একটি মার্সিজিড ও একটি পর্শ।

মাইকেল ব্রেসওয়েল সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-

মাইকেল ব্রেসওয়েলের পরিবারের কে কে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন?

মাইকেল ব্রেসওয়েলের দুই কাকা ব্রেন্ডন ও জন ব্রেসওয়েল এবং খুড়তুতো ভাই ডাগ ব্রেসওয়েল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

কত সালে মাইকেল ব্রেসওয়েল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন?

মাইকেল ব্রেসওয়েলের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২২ সালে।

কোন দলের বিরুদ্ধে মাইকেল ব্রেসওয়েল প্রথম আন্তর্জাতিক শতরান করেন?

ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদে মাইকেল ব্রেসওয়েল প্রথম আন্তর্জাতিক শতরান করেন।

মাইকেল ব্রেসওয়েলের স্ত্রী ও সন্তানের নাম কি?

মাইকেল ব্রেসওয়েলের স্ত্রী'র নাম লরেন র‍্যালস্টোন ও সন্তানের নাম লেনক্স।

কোন দলের হয়ে মাইকেল ব্রেসওয়েল আইপিএল খেলেছেন?

২০২৩ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাইকেল ব্রেসওয়েল আইপিএল খেলেছেন।