IPL 2025: অষ্টাদশতম আইপিএলে (IPL) চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়তে ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে নামছেন হার্দিক পান্ডিয়ারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) বিরুদ্ধে পাঁচ বারের চ্যাম্পিয়নদের ট্রাম্প কার্ড হতে পারেন সূর্যকুমার যাদব। মুম্বই এখনও অবধি টুর্নামেন্টে দাগ কাটতে না পারলেও ইতিমধ্যে ১৭১ রান করে ফেলেছেন মিস্টার ৩৬০ ডিগ্রী। এছাড়া সাফল্যের জন্য মুকেশ আম্বানির দল তাকিয়ে থাকতে পারে অধিনায়ক হার্দিক বা তরুণ তুর্কি ভিগনেশ পুথুরদের দিকে। নজর থাকবে ট্রেন্ট বোল্টের উপরও। চোট সারিয়ে দলে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। যদি মাঠে নামেন, তাহলে নিঃসন্দেহে ক্রিকেটদুনিয়ার ফোকাস থাকবে তাঁর উপর। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে ২টি জিতেছে বেঙ্গালুরু। ওয়াংখেড়েতে বাজিমাতের জন্য তারা আস্থা রাখবে কোহলি, পাটিদার, হ্যাজেলউডদের মত তারকাদের উপর।
Read More: IPL 2025 SRH vs GT: বাদ পড়ছেন শামি, প্রশ্ন অভিষেক’কে নিয়ে, হারের হ্যাট্রিক ভুলতে আজ মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (SRH)
ম্যাচ নং- ২০
তারিখ- ০৭/০৪/২০২৫
ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার সম্মুখসমরে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লাল মাটির পিচে সাধারণত বাউন্স ও ক্যারি থাকে পর্যাপ্ত, ফলে বল পড়ে সহজেই ব্যাটে আসে। বড় শট খেলায় সুবিধা হয় ব্যাটারদের। দ্রুত আউটফিল্ড ও ছোটো বাউন্ডারিও চার-ছক্কা হাঁকাতে সাহায্য করে তাঁদের। ইনিংসের শুরুতে নতুন বল হাতে খানিক সাহায্য পেতে পারেন পেসাররা, কিন্তু ম্যাচ যত গড়ায় ততই প্রাণহীন হয়ে পড়ে বাইশ গজ। শেষের দিকে মাঝেমধ্যে বল ঘুরতেও দেখা যায় ওয়াংখেড়েতে। এখনও অবধি এখানে ১১৭টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৫৪টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। রান তাড়া করে সাফল্য এসেছে ৬৩টি ম্যাচে। সোমবার টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

সোমবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে সেদিন বাণিজ্যনগরীর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকতে চলেছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪১ শতাংশ। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা।
MI vs RCB হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩৩
- মুম্বইয়ের জয়- ১৯
- বেঙ্গালুরুর জয়- ১৪
- শেষ সাক্ষাতে ফলাফল- মুম্বই ৭ উইকেটে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর, জসপ্রীত বুমরাহ।
ইমপ্যাক্ট প্লেয়ার- জসপ্রীত বুমরাহ/রোহিত শর্মা, অশ্বিনী কুমার, সত্যনারায়ণ রাজু, রবিন মিঞ্জ, রাজ অঙ্গদ বাওয়া।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদত্ত পাডিক্কাল/সুয়শ শর্মা, রসিক দার সালাম, জেকব বেথেল, মনোজ ভাণ্ডাগে, স্বপ্নীল সিং।
MI vs RCB, Dream 11 Prediction-
ব্যাটার- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রজত পাটিদার
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ডিয়া
উইকেটরক্ষক- ফিল সল্ট
বোলার- ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজেলউড, জসপ্রীত বুমরাহ, ভিগনেশ পুথুর
অধিনায়ক- হার্দিক পান্ডিয়া
সহ-অধিনায়ক- ফিল সল্ট
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।