IPL 2025: অষ্টাদশতম আইপিএলে রীতিমত ধুঁকছে চেন্নাই সুপার কিংস। টানা পাঁচ ম্যাচ হেরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে তারা। আজ একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে অক্সিজেনের সন্ধানে নামছেন মহেন্দ্র সিং ধোনি’রা। যদি আজও হারেন তাঁরা তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। তা এড়াতে মরিয়া পাঁচ বারের চ্যাম্পিয়নরা। চোটের জন্য নেই ঋতুরাজ। অধিনায়ক ধোনি’র মগজাস্ত্রেই আস্থা রাখছে দল। নজর থাকবে তাদের বোলারদের দিকে। নায়ক হয়ে উঠতে পারেন নূর আহমেদ, মাথিশা পাথিরাণা বা রবীন্দ্র জাদেজারা। অন্যদিকে মিচেল মার্শের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাস বাড়ছে লক্ষ্ণৌ’র। ফর্মে থাকা নিকোলাস পুরান বা এইডেন মার্করাম তুরুপের তাস হয়ে উঠতে পারেন সঞ্জীব গোয়েঙ্কার দলের। একানার মন্থর পিচে বাজিমাত করতে পারেন দিগভেশ রাঠীও।
Read More: IPL 2025: ইউ-টার্ন নিলেন MS ধোনি, ছাড়ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ৩০
তারিখ- ১৪/০৪/২০২৪
ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
BRSAVB Ekana Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

একানা স্টেডিয়ামে সাধারণত স্পিন সহায়ক বাইশ গজ দেখা গিয়ে থাকে। চটচটে বাইশ গজে বল পড়ার পর খানিক থেমে ব্যাটে আসায় সমস্যা হয় বড় শট খেলার ক্ষেত্রে। এছাড়াও স্টেডিয়ামের পরিধি বেশ বড় হওয়ায় চার-ছক্কা হাঁকাতে বাড়তি পরিশ্রম করতে হয় ব্যাটারদের। এই পিচে গতির তারতম্য সাফল্য এনে দিতে পারেন। সাধারণত সাফল্য পান স্পিনাররাও। এই পিচে ১৭০-১৮০ শক্তিশালী স্কোর হতে পারে। পরিসংখ্যান বলছে যে এখানে ইতিপূর্বে আয়োজিত ১৭টি ম্যাচের মধ্যে ৮টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। ৮টিতে রান তাড়া করতে নামা দল জিতেছে। আর ২০২৩-এ লক্ষ্ণৌ বনাম চেন্নাই ম্যাচটি ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে। টসজয়ী অধিনায়ক আজ প্রথম বোলিং করতে পারেন।
Lucknow Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

লক্ষ্ণৌতে আজ মুখোমুখি সুপারজায়ান্টস ও সুপারকিংসরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রীর কাছাকাছি। নবাবের শহরে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আশার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৪২ শতাংশ। আর খেলা চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
LSG vs CSK হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৫
- লক্ষ্ণৌর জয়- ০৩
- চেন্নাইয়ের জয়- ০১
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ৬ উইকেটে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ,,শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দীপ।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ,শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দীপ, দিগভেশ রাঠী।
ইমপ্যাক্ট প্লেয়ার- মিচেল মার্শ/দিগভেশ রাঠী, প্রিন্স যাদব,
চেন্নাই সুপার কিংস (CSK)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ, মাথিশা পাথিরাণা, মুকেশ চৌধুরী।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ, মাথিশা পাথিরাণা, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে/খলিল আহমেদ, আন্দ্রে সিদ্ধার্থ, জেইমি ওভারটন,
LSG vs CSK, Dream 11 Prediction-
ব্যাটার- নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, এইডেন মার্করাম
অলরাউন্ডার- বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা
উইকেটরক্ষক- মহেন্দ্র সিং ধোনি
বোলার- মাথিশা পাথিরাণা, নূর আহমেদ, দিগভেশ রাঠী, আবেশ খান
অধিনায়ক- নিকোলাস পুরান
সহ-অধিনায়ক- নূর আহমেদ
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: IPL 2025: ঋতুরাজের বিকল্প খুঁজে নিলো চেন্নাই, ভাঙা ব্যাটে খেলেই আইপিএলে বছর সতেরোর কিশোর !!